এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০২ অক্টোবর : তালিবান শাসিত আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উপর বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে । জানা গেছে, ইসলামের বিরুদ্ধে কোনও প্রকার খবর প্রকাশ দেওয়া হবে না বলে জানানো হয়েছে । তালিবান নেতৃত্বের সমালোচনা বর্জন করতে হবে । যে কোনো বিষয়ের উপর ব্যালেন্স রেখে প্রতিবেদন লিখতে হবে । কোনও বিষয়ের উপর তালিবান আধিকারিকরা প্রতিক্রিয়া না দেওয়া পর্যন্ত সেই বিষয়ের উপর কোনও প্রতিবেদন প্রকাশ করা যাবে না । এছাড়া দেশের মহিলা সাংবাদিকদের উপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান । এখনও ৭ হাজার সাংবাদিক দেশের বিভিন্ন জেলে বন্দি জীবন কাটাচ্ছেন বলে জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ গ্রুপের এশিয়া অঞ্চলের সহযোগী পরিচালক প্যাট্রিসিয়া গোসম্যান (Patricia Gossman) ।
প্রসঙ্গত,তালিবান রাজত্বে সব থেকে বেশি নিষেধাজ্ঞা জারি হয়েছে আফগান মহিলাদের উপর । মহিলাদের একা ঘরের চৌকাঠ অতিক্রম করার অনুমতি নেই । এমনকি বাড়ির ভিতরেও নিজেদের নিরাপদ বলে মনে করেন না মহিলারা । এরই মধ্যে কিছু মহিলা সাহস করে নিজেদের অধিকারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন । কিন্তু তালিবানি যোদ্ধারা হয় রাইফেলের বাঁট দিয়ে প্রতিবাদী মহিলাদের পেটাচ্ছে, নয়তো শুন্যে গুলি ছুড়ে তাঁদের আতঙ্কিত করার চেষ্টা করছে । এরই মধ্যে বরিষ্ঠ নারী অধিকার কর্মী মেহবুবা সিরাজ আফগান মহিলাদের সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন । জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৪৮ তম অধিবেশনে বিশ্ব সম্প্রদায়ের সামনে সিরাজ বলেন, ‘তালিবান সরকারের মহিলা বিষয়ক মন্ত্রনালয়ে কোন মহিলাই নেই । এটা থেকেই অনুমান করা যায় কি পরিস্থিতি চলছে আফগানিস্তানে ।’
এদিকে তালিবানরা কাবুল বিশ্ববিদ্যালয়ে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করার পর শিক্ষিকা ও ছাত্রীদের আর আদপেই স্কুল -কলেজে যেতে দেওয়া হবে কিনা তা নিয়ে তাঁদের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়েছে । স্থানীয় সংবাদ মাধ্যম সুত্রের খবর, ইতিমধ্যে অর্ধেকেরও বেশি শিক্ষিকা দেশ ছেড়েছেন । বিপুল সংখ্যক শিক্ষিলা তদের পেশা ত্যাগ করেছেন অথবা ভিন দেশে চলে যাওয়ার কথা ভাবছেন । প্যাট্রিসিয়া গোসম্যানের কথায়, ‘আফগানিস্তানে দিন দিন যেভাবে নারী অত্যাচার বাড়ছে তাতে ‘বদলে যাওয়া তালিবান’- এর প্রচার ওই সমস্ত মহিলাদের কাটা ঘায়ে নুন ছড়ানোর মত ।’
এদিকে তালিবান আসার পর থেকে ভোর ৪.৩০ থেকে কাবুলের আশেপাশের মাদ্রাসায় শিশুদের কোলাহল শোনা যাচ্ছে । তালিবান শাসনে আধুনিক শিক্ষার পরিবর্তে ধর্মের জ্ঞান দেওয়া হচ্ছে । শিশুদের কুরআন থেকে আয়াত মুখস্থ করতে শোনা যাচ্ছে । আধুনিক শিক্ষা নয়,ধর্ম শিক্ষাই তাদের ভবিষ্যত বলে শেখানো হচ্ছে মাদ্রাসায় পাঠরত দরিদ্র পরিবারের কচিকাঁচাদের ।।