এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০২ অক্টোবর : পৃথিবীর সবচেয়ে খুদে জ্যোতির্বিজ্ঞানীর তালিকায় নাম তুললো ব্রাজিলের ফোর্টালেজার(Fortaleza) ৮ বছরের শিশুকন্যা নিকোলি অলিভেরিয়া(Nicole Oliveira)। নিকোলি আমেরিকান স্পেস এজেন্সি (NASA) পরিচালিত গবেষণায় অংশগ্রহন করে গ্রহাণুর অনুসন্ধান শুরু করেছিল । বিশ্বের মধ্যে সবচেয়ে খুদে এই জ্যোতির্বিজ্ঞানী শেষ পর্যন্ত ১৮ টি গ্রহাণু সনাক্ত করেতে সক্ষম হয়েছে ।
নাসা পরিচালিত ওই প্রকল্পটির নাম হল অ্যাস্টারয়েড হান্টার (Asteroid Hunters) । জ্যোতির্বিজ্ঞান জগতে নতুন নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যে ওই গবেষনামূলক প্রকল্পে শিশুদের শরীক করা হয়েছিল । তাতে অংশ নিয়েছিল ব্রাজিলের ছোট্ট নিকোলি অলিভেরিয়া । আর সাফল্যের সঙ্গে নিজেকে বিশ্বের সর্বকনিষ্ঠ জ্যোতির্বিজ্ঞানীর রুপে প্রতিষ্ঠা করে নিকোলি ।
পরিবারের লোকজন জানিয়েছেন,ছোট থেকেই তার মহাকাশ নিয়ে আগ্রহ ছিল । মাত্র সাত বছর বছর বয়সে তাকে একটি টেলিস্কোপ কিনে দেওয়া হয় । তারপর থেকে রাত হতেই সে টেলিস্কোপে চোখ রেখে মহাকাশের জগতের দিকে তাকিয়ে থাকতো ।
তবে নিকোলি যে ১৮ টি শিলাখন্ড চিহ্নিত করেছে সেগুলি আদপে গ্রহানু কিনা জানতে কিছুটা সময় লাগবে । যদি সে সফল হয় তাহলে বিশ্বের সর্বকনিষ্ঠ জ্যোতির্বিজ্ঞানীর শিরোপা অর্জন করবে ব্রাজিলের নিকোলি অলিভেরিয়া । এছাড়া ইটালির জ্যোতির্বিজ্ঞানী লুইগি স্যানিনোর (Luigi Sanino) রেকর্ডও সে ভেঙে দেবে । লুইগি ১৯৯৮-৯৯ সালে ১৮ বছর বয়সে মহাকাশে গ্রহাণুর অনুসন্ধান করেছিলেন । নিকোলি জানিয়েছে,সে যে গ্রহানুগুলির অনুসন্ধান করেছে তার নাম ব্রাজিলের বিজ্ঞানীদের নামে রাখতে চায় । বাকি যে গ্রহানুগুলো থাকবে সেগুলোর নাম তার বাবা, মা ও পরিবারের অনান্য সদস্যদের জন্য রাখবে ।।