এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০১ অক্টোবর : নির্মাণের ৬ মাসের মধ্যেই জলের তোড়ে ভেঙ্গে গেল বাঁকুড়া জেলার পাত্রসায়রের ব্লকের পাঁচপাড়া গ্রামের লকগেট ৷ শুক্রবার সকালে লকগেটটি ভেঙে পড়ার পর পাঁচপাড়া গ্রামের একাধিক বাড়ি জলের তলায় চলে গেছে ৷ প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকার সব্জি ও ধান খেত । ফলে মাথায় হাত পড়ে গেছে কৃষকদের ৷ গ্রামবাসীরা অভিযোগ তুলেছেন নিম্ন মানের সামগ্রী দিয়ে লকগেটটি তৈরি করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ যদিও এই অভিযোগ মানতে চায়নি শাসকদল ।
পাত্রসায়ের ব্লকের পাঁচপাড়া গ্রামে দামোদর ও শালী নদীর সংযোগস্থলে খালের উপর মাস ছয়েক আগে নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি লক গেট নির্মান করা হয়েছিল । শুক্রবার সকালে শালী নদীর জলের তোড়ে সেই লকগেটটি ভেঙ্গে পড়ে । যার ফলে প্লাবিত হয়ে যায় ঘরবাড়ি ও কৃষিজমি ৷
ঘটনার পর ক্ষিপ্ত গ্রামবাসীরা অভিযোগ তুলেছেন লকগেটে ঠিকমত রড ও সিমেন্ট না দেওয়ার কারনেই এভাবে জলের তোড়ে তাসের ঘরের মত ভেঙে পড়ল লকগেটটি । যদিও এই অভিযোগ মানতে চায়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তাঁদের দাবি, ব্যারেজ থেকে একসঙ্গে এত বেশি পরিমান জল ছাড়া হয়েছে যে একসঙ্গে এত জলের চাপ সহ্য করতে পারেনি লকগেটটি । যার ফলে সেটি ভেঙে গেছে । লকগেট নির্মানে কোনও অনিয়ম হয়নি ।।