দিব্যেন্দু রায়,কাটোয়া ও ভাতার (পূর্ব বর্ধমান),০১ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় বাস ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম হলেন মোট ৫ জন । শুক্রবার দূর্ঘটনাটি ঘটে মঙ্গলকোটের বনকাপাসি বাসস্ট্যান্ডের কাছে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথের উপর । প্রায় একই সময়ে এদিন ভাতার থানার আলিনগর মোড়ের কাছে বাইকের সঙ্গে টোটোর সংঘর্ষে বাইকচালক গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,মঙ্গলকোটের শিমুলিয়া গ্রামের বাসিন্দা তারকচন্দ্র হালদার নামে এক চিকিৎসকের চেম্বার রয়েছে কাটোয়া শহরে । এদিন সকালে তিনি নিজের অলটো গাড়ি চালিয়ে চেম্বারে আসছিলেন । বর্ধমান-কাটোয়া সড়ক পথ ধরে কাটোয়া মুখে যাওয়ার সময় বনকাপাসির কাছে একটি বাঁকের মুখে যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । অলটো গাড়িটি রাস্তার পাশে ছিটকে যায় । ওই চিকিৎসক গুরুতর জখম হন । এদিকে সংঘর্ষের পড়েই বাসটি নয়ানজুলিতে উল্টে পড়ে । যার জেরে ৪ বাসযাত্রীও জখম হন । আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয় । আহতদের মধ্যে ওই চিকিৎসককে বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছে ।
অন্যদিকে ভাতার থানার কানপুর গ্রামের বাসিন্দা গৌড় চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি এদিন ভাতার বাজার থেকে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন । তিনি আলিনগর চৌমাথায় আসতেই একটি টোটোর সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ হয়। বাইকসহ চালক রাস্তার উপরে ছিটকে পড়েন । স্থানীয় বাসিন্দারা তাঁকে গুরুতর জখম অবস্থায় প্রথমে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । পরে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।।