দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩০ সেপ্টেম্বর : ভেজাল সস তৈরির কারখানার হদিশ মিললো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে । বৃহস্পতিবার দুপুরে কাটোয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিদ্যুৎপল্লী এলাকার একটি বাড়িতে আচমকা হানা দেয় পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও কাটোয়া থানার পুলিস একটি দল । ছিলেন পুরসভার ফুড সেফটি অফিসারও । তাঁরা ওই বাড়ি থেকে প্রচুর সসের বোতল সহ অন্যান্য উপকরণ উদ্ধার করেন । পাশাপাশি গ্রেফতার করা হয় বাড়ির মালিক শঙ্কর ঝা’কে ।
পুলিশ সুত্রে খবর,শঙ্কর ঝা নামে ওই ব্যক্তি নিজের বাড়িতেই ভেজাল সস তৈরির কারখানা খুলে বসেছিলেন ৷ কুমড়ো সিদ্ধ করে তাতে নিষিদ্ধ রাসায়নিক রঙ মিশিয়ে আসল টম্যাটো সসের মত মিশন তৈরি করতেন । তারপর তা বোতলবন্দি করে তাতে নামি দামী ব্রান্ডের লেভেল সেঁটে বাজারে বিক্রি করতেন । কিন্তু এদিন হাতেনাতে ধরা পড়ে যান ওই ব্যক্তি ।।