এইদিন ওয়েবডেস্ক,মালদা,৩০ সেপ্টেম্বর : মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেয়েকে দেখতে এসে ছিনতাইজের কবলে পড়লেন এক মহিলা । তাঁর ২ হাজার টাকা ও সোনার গহনা রাখা ব্যাগ নিয়ে চম্পট দিল এক ছিনতাইবাজ মহিলা । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে । বৃহস্পতিবার দুপুরে মেডিকেল কলেজ সংলগ্ন একটি শৌচাগারের সামনেই এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা । পরে তিনি মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে এনিয়ে অভিযোগ দায়ের করেন । যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত পুলিশ ওই ঘটনার কোনও কিনারা করতে পারেনি বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,অভিযোগকারিনী ওই মহিলার নাম রেখা দাস। তার বাড়ি বৈষ্ণবনগর থানার নন্দলালপুর গ্রামে। ওই গৃহবধূর এক মেয়ে ফুলকুমারী দাস মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এদিন মেয়েকে দেখতে এসেছিলেন রেখাদেবী । দুপুর নাগাদ তিনি মেডিকেল কলেজ সংলগ্ন একটি শৌচাগারে স্নান করতে যান ।
রেখাদেবী বলে, ‘আমার কাছে থাকা ব্যাগটা রাখা নিয়ে সমস্যা হচ্ছিল । তখন এক মহিলার কথায় বিশ্বাস করে আমি তার কাছে ব্যাগটি রেখে স্নান করতে চলে যাই । স্নান সেরে এসে দেখি মহিরা উধাও হয়ে গেছে । আমার ব্যাগটিও নেই ।’রেখাদেবী জানিয়েছেন , তার ব্যাগে দুই হাজার টাকা ও এক জোড়া সোনার কানের দুল রাখা ছিল ।
সব কিছু খোওয়া গিয়েছে বুঝতে পেরে ওই মহিলা হাসপাতাল চত্বরের মধ্যে কান্নায় ভেঙে পড়েন । তখন হাসপাতালে আগত অনান্য লোকজন তাঁকে এনিয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পে অভিযোগ রজু করার পরামর্শ দেন । তাঁদের পরামর্শমত পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা । এদিকে হাসপাতালে এভাবে এক মহিলার ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । পুলিশ ছিনতাইবাজ মহিলাকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে ।।