এইদিন ওয়েবডেস্ক,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),২৯ সেপ্টেম্বর : এলাকার বন্যাদূর্গতদের আশ্রয়ের জন্য বহুকাল আগে একটি ফ্লাড সেন্টার নির্মান করা হয়েছিল । তারপর থেকে সংস্কার না হওয়ায় সেটি জরাজীর্ণ অবস্থায় পড়েছিল । ভবনটি বিপজ্জনক বলে বোর্ড লগিয়ে দিয়েছিল স্থানীয় পঞ্চায়েত সমিতি । বুধবার সকাল থেকে মুশলধার বৃষ্টিপাতের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ ব্লকের বগপুর অঞ্চলের বজপুর গ্রামের ওই ফ্লাড সেন্টারটির একাংশ । পুরনো ওই ভবনটির পাশেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র । স্থানীয়রা জানিয়েছেন,ওই ভবনের ভিতরে ও আশেপাশেই খেলাধুলা করে কচিকাঁচারা । বর্তমানে স্কুল বন্ধ থাকার কারনে বড়সড় দূর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেছে । গ্রামবাসীদের দাবি অবিলম্বে জরাজীর্ণ ভবনটির বাকি অংশ ভেঙে ফেলা হোক ।
স্থানীয় সুত্রে জানা গেছে,পূর্বস্থলী-১ ব্লকের বগপুর গ্রাম পঞ্চায়েত এলাকাটি বন্যা কবলিত বলে পরিচিত । পঞ্চায়েত এলাকার মধ্যে বজপুর গ্রামটিকে অপেক্ষাকৃত উঁচু বলে মনে করা হয় । বন্যাদূর্গতদের অস্থায়ীভাবে থাকার জন্য বাম জমানার শুরুর দিকে বজপুর গ্রামে ওই ফ্লাড সেন্টারটি নির্মান করা হয়েছিল । কিন্তু তারপর থেকে ভবনটির সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি । ভবন সংস্কারের জন্য বারবার দাবি উঠলেও প্রশাসন বা স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে কোনও আগ্রহ দেখানো হয়নি বলে অভিযোগ । তারপর বছর খানেক আগে ভবনটিকে বিপজ্জনক ঘোষণা করে বোর্ড লাগিয়ে দিয়েছিল পূর্বস্থলী-১ পঞ্চায়েত সমিতি ।
স্থানীয় বামপন্থী নেতা শারাফত শেখ জানান, স্থানীয়রা দাবি তুলেছিলেন ওই বিপজ্জনক ভবনটি অবিলম্বে ভেঙে ফেলা হোক । কারন ভবনের কিছুটা পাশেই রয়েছে একটি প্রাথমিক স্কুল ও একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র । কচিকাঁচারা ভবনে খেলাধুলা করে । ফলে যে কোনও সময় বড়সড় বিপদ ঘটে যেতে পারে বলে স্থানীয় গ্রামবাসীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন । কিন্তু তাঁদের এই আশঙ্কাকে কোনও আমল দেওয়া হয়নি । শেষে এদিন বৃষ্টিপাতের সময় সকাল প্রায় ৭ নাগাদ ভবনের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । যদিও সৌভাগ্যক্রমে কোনও দূর্ঘটনা ঘটেনি । এই বিষয়ে বগপুর পঞ্চায়েতের প্রধান শহিদুল শেখ বলেন, ‘রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ ও পূর্বস্থলী-১ বিডিওর সঙ্গে ওই ভবনটির বিষয়ে কথা হয়েছে । ওই জায়গায় একটি নতুন ভবন নির্মানের পরিকল্পনা নেওয়া হয়েছে । খুব শীঘ্র কাজ শুরু হয়ে যাবে ।’।