এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৯ সেপ্টেম্বর : মৃতদেহের সৎকার সেরে ফেরার সময় পথ দূর্ঘটনায় মৃত হল ১ শ্মশানযাত্রীর । আহত আরও ৪ । মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুরাতন মালদা থানার সাহাপুর বাইপাস সংলগ্ন এলাকায় । পুলিশ জানিয়েছে,মৃতের নাম মন্ডল বয়স (৪০) । তাঁর বাড়ি গাজোল থানার বোলবাড়ি এলাকায় । একই গ্রামের বাসিন্দা আহত ব্যক্তিরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বোলবাড়ি গ্রামের বাসিন্দা বানেশ্বরী মন্ডল (৬৫) নামে এক জনৈক এক বৃদ্ধার মৃত্যু হয় । একটি টাটা ৪০৭ গাড়ি করে মালদার সদুল্লাপুর মহাশ্মশানে মৃতদেহ সৎকার করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল । সঙ্গে ছিলেন ৩০ জন গ্রামবাসী । মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন হয়ে যাওয়ার পর ফেরার পথে দূর্ঘটনাটি ঘটে । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,শ্মশানযাত্রীদের লরিটি সাহাপুর বাইপাসে আসতেই রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটি লরিকে সজোরে ধাক্কা দেয় ।
এই দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত হন । স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । কিন্তু চিকিৎসা চলাকালীন বুধবার ভোররাতে মৃত্যু হয় অভয় মন্ডল নামে এক শ্মশানযাত্রীর । এদিন মৃতদেহটির করে ময়নাতদন্ত করা হয় । মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।।