এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৮ সেপ্টেম্বর : একটি পূর্ণবয়স্ক পাইথন উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া জেলার বড়জোড়ার মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতের মেটেলি গ্রামে । মেটিলি গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে দামোদর নদ ।স্থানীয় সূত্রে খবর,
মঙ্গলবার বেলায় গ্রামবাসীরা নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন । সেই সময় জালে আটকে যায় প্রায় ৫ ফুট লম্বা ঐ পাইথনটি । জেলেরা সাপসহ জালটি প্রথমে পাড়ে তুলে আনেন । তারপর তাঁরা বনদপ্তরে খবর দেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বড়জোড়া রেঞ্জ অফিসের কর্মীরা । তাঁরা ওই পাইথনটি উদ্ধার করে নিয়ে যান । বনদপ্তরের কর্মীরা জানিয়েছেন, সাপটি ‘রক পাইথন’ প্রজাতির । সাপটিকে বিশেষজ্ঞকে দিয়ে শারিরীক পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ।।