শেখ মিলন,ভাতাড়,০৪ ডিসেম্বর ঃ ভাতাড়ে ‘দুয়ারে সরকার’ কর্মসূচীর ব্যাবস্থাপনার প্রশংসা করলেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি । শুক্রবার ভাতার ব্লকের বড়বেলুন গ্রামে মোহিনীমোহন উচ্চ বিদ্যালয়ে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির সহায়তা শিবিরের আয়োজন করা হয়েছিল । এদিন ওই শিবির পরিদর্শনে আসেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি বরুন রায় । তাঁর সঙ্গে ছিলেন জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় । ‘দুয়ারে সরকার’ শিবিরে এসে তিনি বলেন, ‘আজ বড়বেলুনের স্কুলে দেখে এলাম ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ব্যাবস্থা খুব সুন্দরভাবে করা হয়েছে । প্রচুর মানুষ এসেছেন পরিসেবার জন্য । যে এগারোটা পরিষেবা দেওয়ার কথা সেগুলো দেওয়া হচ্ছে । এছাড়াও কেউ অন্য পরিষেবা চাইলে সেই ব্যাবস্থাও রয়েছে । মানুষ খুশি । মানুষের মধ্যে খুবই ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করলাম ।’ পাশাপাশি তিনি বলেন’,’স্বাস্থ্যসাথীর লাইনে খুব ভিড় । এই কাজটা যাতে আরও সাবলীলভাবে করা যায় সেটা জেলাশাসকের টিম মহকুমা শাসক,বিডিওর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরও বিষয়টা দেখছেন।’
“দুয়ারে সরকার” কর্মসুচী সহায়তা শিবিরের পরিদর্শনে রাজ্যের মুখ্যসচীব……দেখুন ভিডিও
এদিন বড়বেলুন উচ্চ বিদ্যালয়ে ‘দুয়ারে সরকার’ শিবিরে ঢোকার আগে ভাতারের নাসিগ্রামে স্টেডিয়াম পরিদর্শন করতে যান মুখ্য সচিব । বছর পাঁচেক আগে তৈরি হয়েছিল এই স্টেডিয়ামটি । কিন্তু এই স্টেডিয়ামে খেলাধুলা সেভাবে হয় না ।
এদিন নাসিগ্রামের এই স্টেডিয়াম নিয়ে প্রিন্সিপাল সেক্রেটারি বলেন, ‘স্টেডিয়ামটি ওনেক দিন ধরে পড়ে রয়েছে । আমরা ওটা ২০১৮ সালে হস্তান্তর করেছিলাম । কিন্তু সেভাবে খেলাধুলার কাজে লাগছিল না । ওটা অল্প কিছু টাকা খরচ করে পুনরুদ্ধারের জন্য বলা হয়েছে । তারপরে স্টেডিয়ামে যাতে নিয়মিত খেলাধুলা হয় তার জন্য আমি এসডিও বিডিওর সঙ্গে কথা বলেছি। ওনারা আমাকে আশ্বাস দিয়েছে আবার নতুন করে ওখানে খেলাধুলায় ব্যাবস্থা করবেন।’