এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৮ সেপ্টেম্বর : উনবিংশ শতকের বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও বিশিষ্ট গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২ তম জন্মদিনে তাঁকে অভিনবভাবে শ্রদ্ধাঞ্জলি জানাল বর্ধমান শহরের বাদামতলা পীরপুকুর এলাকার ‘মিলিত প্রয়াস’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা । সংস্থার পক্ষ থেকে এলাকায় ৬০ টি বৃক্ষচারা রোপন করা হয় । আর বিদ্যাসাগর রচিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা,বোধদয় প্রভৃতিসহ ৬০ টি গ্রন্থের নামে প্রতিটি বৃক্ষের নামকরন করা হয় । এলাকায় সবুজায়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তা তথা বর্ধমান তেজগজ্ঞ হাই স্কুলের শিক্ষক প্রতনু রক্ষিত । বর্ধমান শহরের ওই স্বেচ্ছাসেবী সংস্থার এহেন উদ্যোগ ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এলাকায় ।
বৃক্ষরোপনের পাশাপাশি ‘মিলিত প্রয়াস’ এর পক্ষ থেকে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল বাদামতলা পীরপুকুর এলাকায় । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয় । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলা ভাষায় বিদ্যাসাগরের ভূমিকার কথা তুলে ধরেন সংস্থার সদস্যরা ৷ পরে সংস্থার পক্ষ থেকে অশোক সরকার, উত্তম সাহা ও প্রতনু রক্ষিতরা এলাকার কচিকাঁচাদের হাতে একটি করে বর্ণপরিচয় পুস্তক ও একটি করে বৃক্ষচারা তুলে দেন ।।