প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ সেপ্টেম্বর : কোভিড আক্রান্ত না হলেও প্রবল জ্বরে কাবু শিশুরা। জ্বর ,সর্দি ও কাশি উপসর্গ নিয়ে গত ছয় দিনে পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছে ১৫১ জন শিশু । তার মধ্যে সোমবার বেলা পর্যন্ত ২০ জন শিশু কালনা হাসপাতালে চিকিৎসাধীন থাকে ।শিশুদের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও জ্বরে আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা অসম্ভব বাড়ায় উদ্বিগ্ন কালনা মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ ।
কোভিড সংক্রমণের তৃতীয় ঢেউ ভারতে আছড়ে পড়লে শিশুরাই বেশি আক্রান্ত হবে। বিশেষজ্ঞরা আগেই এমনটা জানিয়েছিলেন । তাই জ্বরে আক্রান্ত হয়ে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হওয়া সকল শিশুর কোভিড পরীক্ষা করা হয় । যদিও সকলেরই কোভিড রিপোর্ট ’নেগেটিভ’ এসেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছেন।
কালনা মহকুমা হাসপাতালের সুপার চিকিৎসক অরুপ রতন করণ এদিন জানিয়েছেন ,চলতি মাসের ২০ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত ছয় দিনে প্রবল জ্বর ছাড়াও সর্দি, কাশি, উপসর্গ নিয়ে ১৫১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়।কিছু বাচ্চার শ্বাসকষ্ট উপসর্গও থাকে । এদিন বেলা ১২ টা পর্যন্ত যে ২০ জন শিশু চিকিৎসাধীন থাকে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালে সব শিশুর কোভিড পরীক্ষার রিপোর্ট ’নেগেটিভ’ এসেছে ।তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া শিশুদের সঙ্গে বাড়িতে কোভিড বিধি মেনেই মেলামেশার পরামর্শ দেওয়া হয়েছে । একই সঙ্গে হাসপাতাল সুপার বলেন ,শিশুরা সুস্থ হয়ে উঠলেও জ্বরে আক্রান্ত হয়ে মাত্র কয়েকদিনে দেড় শতাধীক শিশুর হাসপাতালে ভর্তি হওয়াটা তাঁদের উদ্বেগ বাড়িয়েছে ।
কালনা হাসপাতালে ভর্তি থাকা এক শিশুর আত্মীয় শ্যামলী কৈরী বলেন ,’হাঠাৎ করেই তাঁদের পরিবারের শিশুটির জ্বর আসে । চার পাঁচ দিন ধরে জ্বরে ভোগার পরেও জ্বর কমে না । তাঁর সঙ্গে দেখা দেয় সর্দি ও কাশি । শিশুর শ্বাস কষ্টও শুরু হয় । তার পরেই শিশুকে নিয়ে কালনা হাসপাতালে ভর্তি করেন । চিকিৎসায় শিশুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে । কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসলেও কেন তাঁদের পরিবারের শিশুটি এত প্রবল জ্বরে আক্রান্ত হল তা বুঝে উঠতে পারছেন না বলে শ্যামলী কৈরী জানিয়েছেন’ । অপর এক শিশুর বাবা অরুণ কুমার আইচ বলেন ,’প্রবল জ্বরে আক্রান্ত হওয়ায় তাঁর শিশু সন্তান কে এদিনই তিনি কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করেছেন । সন্তানের জ্বরের কারণ নিয়ে তিনিও অন্ধকারে রয়েছেন বলে জানান ।।