দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতার রাজ্য প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় কয়েজন পশুপ্রেমী ও গোপালক । সোমবার তাঁরা ভারপ্রাপ্ত পশু চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখান । শেষে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । পরে ভাতারের বিডিওর কাছে পশু চিকিৎসকের বিরুদ্ধে নালিশ জানান বিক্ষোভকারীরা । ঘটনা ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায় ৷
জানা গেছে,গত শনিবার ভাতার থানার মুরাতিপুরের কাছে বাদশাহী রোডে একটি পথ কুকুরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় কোনও অজানা গাড়ি । কুকুরটির বাম দিকের চোখটি ঠিকরে বেরিয়ে আসে । পরে বিশ্বজিৎ রায় ও টুম্পা রায় নামে এক দম্পতি ও শেখ আমির নামে এক যুবক ওই আহত কুকুরটিকে চিকিৎসার জন্য ভাতার পশু হাসপাতালে আনেন । একই সময়ে বামশোর গ্রামের রাস্তা থেকে একটি অসুস্থ পথ কুকুরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দা হাসান শেখ ও চয়ন শেখ নামে দুই ভাই । তাঁরা দুটি কুকুরকে নিয়ে দীর্ঘক্ষণ ধরে পশু চিকিৎসকের জন্য অপেক্ষা করেন । কিন্তু পশু চিকিৎসকের দেখা মেলেনি বলে অভিযোগ । শেষে হাসপাতালের এক কর্মী কুকুর দুটির প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেন ।
জানা গেছে,হাসপাতাল থেকে ফিরে আসার পর কুকুর দুটি রাখা ছিল ভাতার বাজারের বাসিন্দা বিশ্বজিৎ রায়ের বাড়িতে । তাঁরা নিজের খরচে কুকুরদুটির চিকিৎসা করেন । এদিন ফের তাঁরা কুকুর দুটিকে চিকিৎসার জন্য পশু হাসপাতালে আনেন । আর তখনই পশু হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । ওই পশুপ্রেমীদের সঙ্গে যোগ দেন স্থানীয় কয়েকজন গোপালকও ।
বিক্ষোভকারী পশুপ্রেমী দম্পতি বিশ্বজিৎ রায় ও টুম্পা রায়দের অভিযোগ, ‘আমরা নিজেদের পকেট থেকে খরচ খরচা করে অসুস্থ বা আহত পথ কুকুরগুলোকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসছি । নিজেদের খরচে ওষুধপত্র কিনছি । শুশ্রুষা করছি ওই অবলা পশুগুলোকে । অথচ ভাতার পশু হাসপাতালে এসে ঠিকমত পরিষেবা পাচ্ছি না । উপরন্তু হাসপাতালের চিকিৎসকের দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে আমাদের ।’
যদিও অভিযোগ প্রসঙ্গে ভাতার রাজ্য প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক উষা দে বলেন, ‘আমাদের পরিকাঠামো অনুযায়ী যথাসম্ভব সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করছি । চিকিৎসায় কোনও গাফেলতি করা হয় না । এদিন কয়েকজন হাসপাতালে এসে অকারন অশান্তির সৃষ্টি করছিলেন ।’।