এইদিন ওয়েবডেস্ক,রিয়াধ,২৭ সেপ্টেম্বর : আফগানিস্তানের দখলের পর দেশের মহিলাদের উপর একের পর এক নিষেধাজ্ঞার জারি করছে তালিবান । অন্যদিকে মহিলা সশক্তিকরন আর আত্মনির্ভরশীলতার লক্ষ্যে একটু একটু করে এগিয়ে যাচ্ছে অপর এক ইসলামী দেশ সৌদি আরব ৷ সেই লক্ষ্যে দেশের দুটি পবিত্র মসজিদে প্রায় ৬০০ প্রশিক্ষিত মহিলাকে নিয়োগ করেছে সৌদি আরব প্রশাসন । এজেন্সির মাধ্যমে ওই মহিলাদের নিয়োগ করা হয়েছে । এর মধ্যে নারী উন্নয়ন বিষয়ক সংস্থার (Women Development Affairs Agency) সহ-সভাপতি আল-আনউদ আল-আউত এর নেতৃত্বে ৩১০ জন মহিলার কর্মসংস্থান পাচ্ছেন বলে জানা গেছে ।
চলতি বছরে সৌদি আরবে মক্কা ও মদিনা মসজিদে মহিলা সেনা নিয়োগ করা হয়েছিল । পাশাপাশি কাবায় আগতদের পরিষেবার জন্য অতিরিক্ত প্রায় ১০০ মহিলাকে নিয়োগ করা হয় । এবার দুই মসজিদে আরও ৬০০ মহিলাকে নিয়োগ করা হল । তার মধ্যে দুই শতাধিক মহিলা বৈজ্ঞানিক ও বুদ্ধিবৃত্তিমূলক কাজ করছেন । বাকিদের নিয়োগ করা হয়েছে প্রশাসনিক ও পরিষেবার কাজে ।
উল্লেখ্য,সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ভিশন ২০৩০-এর আওতায় বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে । সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ঘোষণা করেছে যে নারীরাও সেনাবাহিনীতে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন । গত বছরে মসজিদ আল-হারে প্রায় দেড় হাজার মহিলাকে মোতায়েন করা হয়েছিল । বলা যেতে পারে মহিলা সশক্তিকরনের ক্ষেত্রে বিশ্বের মুসলিম দেশগুলির কাছে কার্যত দৃষ্টান্ত স্থাপন করছে সৌদি আরব ।।