গৌরনাথ চক্রবর্তী, কাটোয়া(পূর্ব বর্ধমান)০৩ ডিসেম্বর : কাটোয়া-২ ব্লক প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে ও কাটোয়া-২ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় উন্নত প্রজাতির মুরগির বাচ্ছা বিলি করা হল । এই উপলক্ষে বৃহস্পতিবার জগদানন্দপুর পঞ্চায়েত এলাকার ইসলামপুর গ্রামে একটি শিবির করা হয় । শিবিরে আগত ইসলামপুর ও বীরবেগুন গ্রামের গ্রামের মোট ১৯০ জন উপভোক্তার হাতে ১০ টি করে ২৮ দিন বয়সের অধিক ডিম উৎপাদনকারী আরআইআর মুরগির বাচ্চা তুলে দেওয়া হয় । এছাড়া বিজ্ঞান সম্মত ভাবে মুরগি প্রতিপালনের লক্ষ্যে উপভোক্তাদের প্রশিক্ষনেরও ব্যাবস্থা করা হয়
এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ডাঃ জয়কিংকর মান্না, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দফতরের কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দা, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল, ব্লকের প্রাণী চিকিৎসক ডাঃ গৌতম বটব্যাল, ইসলামপুর এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্যা আলিনা বিবি সহ বিভিন্ন পর্যায়ের জন প্রতিনিধি ও দপ্তরের কর্মীরা । বিজ্ঞান সম্মতভাবে মুরগি প্রতিপালন করে উপভোক্তারা কিভাবে লাভবান হতে পারেন এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ডাঃ জয়কিংকর মান্না ও প্রাণী চিকিৎসক ডাঃ গৌতম বটব্যাল । দপ্তরের তরফ থেকে উপভোক্তাদের হাতে এই বিষয়ে একটি করে পুস্তিকাও তুলে দেওয়া হয় । গ্রামীন এলাকার মানুষের স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি সাধারন মানুষ ।।