এইদিন ওয়েবডেস্ক,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),২৫ সেপ্টেম্বর : অঙ্গনওয়াড়ি সেন্টার ও উপস্বাস্থ্যকেন্দ্র থেকে একাধিক কেউটে সাপ উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্বস্থলী ১ ব্লকের ন-পাড়া ও জাকোর এলাকায় । শনিবার বনদপ্তর থেকে এসে উপস্বাস্থ্যকেন্দ্রের ভিতরে ও বাইরে থেকে ৫ টি ও ন-পাড়ার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ২ টি বিষধর সাপ উদ্ধার করেছেন বলে জানিয়েছেন বগপুর পঞ্চায়েতের প্রধান শহিদুল শেখ ।
জানা গেছে,বর্ষার শুরু থেকেই জাকোর উপস্বাস্থ্যকেন্দ্র ও ন-পাড়ার ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে মাঝে মাঝে বিষধর সাপ ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল । ফলে দু’জায়গাতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল । উপস্বাস্থ্যকেন্দ্রের কর্মী চন্দ্রিমা ঘোষের কথায়, ‘গত আগষ্ট মাস থেকেই সাপের উপদ্রব প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল । স্বাভাবতই আমরা খুব আতঙ্কে ছিলাম । হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিজনরা খুব ভয়ে ভয়ে কাটাতেন । গোটা চত্বর ব্লিচিং পাউডার ও কার্বলিক অ্যাসিড ছড়িয়েও কোনও লাভ হচ্ছিলো না । তাই বিষয়টি পঞ্চায়েত ও বিডিও অফিসে জানাতে বাধ্য হয়েছিলাম আমরা ।’
জানা গেছে,অভিযোগ পাওয়ার পরেই বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করে পূর্বস্থলী ১ ব্লক প্রশাসন । খবর পেয়ে এদিন উপস্বাস্থ্যকেন্দ্র ও অঙ্গনওয়াড়ি সেন্টারে সর্প উচ্ছেদ অভিযানে নামে বনদপ্তরের কর্মীরা । শেষ পর্যন্ত দু’জায়গা মিলে ৭ টি কেউটে সাপের বাচ্ছা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বনদফতরের কর্মী রাজেন চন্দ্র । পাশাপাশি পঞ্চায়েতের উদ্যোগে উপস্বাস্থ্য কেন্দ্রের চারিদিকের জেসিবি মেশিন দিয়ে ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করা হয় ।কিন্তু একসঙ্গে এতগুলো বিষধর সাপ উদ্ধার হওয়ায় আতঙ্ক কাটছে না স্বাস্থ্যকর্মী ও রোগীর পরিবারের লোকজনের ।।