শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২৫ সেপ্টেম্বর :বাম আমলে ভাতার রেলস্টেশন সংলগ্ন জেলা পরিষদের জায়গার উপর নির্মিত হকার্স মার্কেটে উন্নত পরিকাঠামো গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন স্থানীয় বিধায়ক মানগোবিন্দ অধিকারী । মুলত তাঁর আগ্রহেই শনিবার মার্কেটটি পরিদর্শনে এলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের পাঁচ কর্মাধ্যক্ষ,অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারসহ জেলা পরিষদের অন্যান্য আধিকারিকরা ।
ভাতার বাজারের হকার্স মার্কেটের ব্যাবসায়ীরা জানান, মার্কেটে কোনও নিকাশি ব্যবস্থা নেই । ফলে অল্প বৃষ্টিপাতেই জল জমে । নেই শৌচালয় ও পানীয় জলের ব্যাবস্থাও । ফলে সমস্যায় পড়তে হয় মার্কেটের ব্যাবসায়ীদের । জানা গেছে,হকার্স মার্কেটের ব্যাবসায়ীরা এনিয়ে বিধায়ক মানগোবিন্দ অধিকারীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন । এরপরেই মার্কেটে উন্নত পরিকাঠামো গড়ে তুলতে তৎপর হন বিধায়ক । মূলত তাঁর আগ্রহেই এদিন মার্কেটের পরিস্থিতি খতিয়ে দেখে গেলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, খাদ্য কর্মাধ্যক্ষ মেহবুব মন্ডল, বনভূমি কর্মাধ্যক্ষ শ্যামাপ্রসন্ন লোহার, মৎস্য কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র, বিদ্যুৎ কর্মাধ্যক্ষরা । তাঁদের সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অনান্য আধিকারিকরা । ব্যাবসায়ীদের আশা পরিকাঠামোর উন্নতি হলে হকার্স মার্কেট সম্পর্কে মানুষের আগ্রহ বাড়বে । তাতে তাঁদের ব্যাবসারও উন্নতি হবে ।।