এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৫ সেপ্টেম্বর : বেআইনি চোলাই মদের কারবার বন্ধ করতে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । শুক্রবার রাতে ভাতার থানা এলাকার দুটি পৃথক গ্রামে হানা দিয়ে পুলিশ ৫ জন চোলাই কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম সুকান্ত রায় ,আনন্দ রায়, তরুণ মাঝি,অনিল মাঝি ও কাজল মাঝে । ধৃতদের মধ্যে প্রথম ৩ জন বামশোর গ্রামের বাসিন্দা । বাকি দু’জনের বাড়ি গ্রামডিহি গ্রামে । ধৃতদের কাছ থেকে মোট ৬৫ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় ।
উল্লেখ্য,এলাকায় অবৈধ চোলাই মদের কারবার বন্ধ করতে সারা বছর ধরেই অভিযান চালায় পুলিশ ৷ প্রতিদিন গড়পড়তা দু’একজন করে হাতেনাতে ধরাও পড়ে । কিন্তু তা সত্ত্বেও এলাকা থেকে নির্মূল করা যাচ্ছে না এই অবৈধ কারবার ৷ বিশেষ করে উৎসবের মরশুম আসতেই বাড়িতে অবৈধ চোলাইয়ের ভাটি চালানো বা অন্য জায়গা থেকে চোলাই মদ এনে গ্রামে বিক্রি করার প্রবনতা লক্ষ্য করা যায় । ফলে ওই দিনগুলিতে পুলিশকে একটু বেশি করে নজরদারি রাখতে হয় । এদিকে সামনেই দুর্গোৎসব । তাই অবৈধ চোলাইয়ের কারবার বন্ধে তার অনেক আগে থেকেই কার্যত গ্রামে গ্রামে গিয়ে অভিযান চালাতে শুরু করে দিয়েছে ভাতার থানার পুলিশ ।
স্থানীয়দের একাংশের মতে,মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষকেই এই পেশার সঙ্গে যুক্ত হতে দেখা যায় । করোনা পরিস্থিতিতে কাজ হারিয়ে আজ অনেক পরিবারের কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গেছে । তাই পুলিশের ধরপাকড়ের ভয় সত্ত্বেও পরিবার চালানোর দায়ে তাঁরা এই অবৈধ কারবারে জড়িয়ে পড়তে বাধ্য হচ্ছেন বলে তাঁদের মত । তবে কারো কারোর মতে শুধু অভাবের কারনেই নয়, অনেকে আছেন যারা পুরনো পেশাকে ভুলতে পারেন না । সেই কারনে তাঁরা একাধিকবার একই অভিযোগে গ্রেফতার হওয়ার পরেও বিকল্প পেশার সন্ধান না করে ফের পুরনো পেশাতেই ফিরে আসেন । এই পরিস্থিতিতে এলাকায় অবৈধ চোলাইয়ের কারবার বন্ধ করতে গিয়ে কার্যত নাজেহাল অবস্থা পুলিশের ।।