প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান ৩১ জানুয়ারী : রেলপথে বর্ধমান থেকে হাওড়া যাওয়ার মূলত দুটি লাইন– কর্ড ও মেন । প্যাসেঞ্জার ট্রেনে দুই রেলপথে হাওড়া পৌঁছতে সময়ের কিছুটা হেরফেরও আছে । কিন্তু এই দুই লাইনে সরাসরি কোনো যোগাযোগ নেই। এবারে বহু প্রতীক্ষিত সেই যোগাযোগ গড়তে উদ্যোগী হল রেল মন্ত্রক । হাওড়া-বর্ধমান মেন লাইনের সঙ্গে কর্ড লাইনের সংযোগ ঘটানোর প্রস্তাবে ভারতীয় রেল দফতর সায় দিয়েছে । এর আগে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের সঙ্গে বাঁকুড়া দামোদর রিভার রেল (BDR) লাইনের সংযুক্তি ইতিমধ্যেই ঘটে গিয়েছে । এখন হাওড়া-বর্ধমান মেন ও কর্ড সংযুক্তির খবরে চরম খুশি বর্ধমান- হুগলী ও বাঁকুড়া জেলার রেলযাত্রীরা ।তাঁরা মনে করেন,এই রেলপথ সংযোগের জন্য জমি বাধা হয়ে দাঁড়াবে না ।
হাওড়া-বর্ধমান মেন লাইনের সঙ্গে কর্ড লাইনের সরাসরি কোনও যোগাযোগ না থাকায় বর্ধমান বা বাঁকুড়া থেকে হুগলীর তারকেশ্বর যাওয়ার কোন উপায়ও নেই । অনেক ঘুরপথে তারকেশ্বর যাতায়াত করতে হয়। এর মাশুল শুধুমাত্র সাধারণ রেল যাত্রীদেরই গুনতে হচ্ছে এমনটা নয়। মাশুল গুনছেন,বর্ধমান-হুগলী ও বাঁকুড়া জেলার চাষিরাও।এই তিন জেলার মধ্যে ট্রেন পরিষেবা সাবলীল থাকলে অভাবী বিক্রী থেকে চাষিরা রেহাই পেতেন। হাওড়া-বর্ধমান কর্ড শাখার মসাগ্রাম স্টেশনে গত বছরই যুক্ত হয়েছে বাঁকুড়া- দামোদর রিভার রেল(BDR)পথের লাইন । তার কারণে বাঁকুড়া থেকে হাওড়া পৌছানো এখন অনেক সহজসাধ্য হয়েছে। এবার হাওড়া-বর্ধমান মেন লাইনের সঙ্গে কর্ড লাইনের সংযোগ ঘটানোর প্রস্তাব গৃহীত হওয়ার চাষী থেকে শুরু করে সাধারণ মানুষ,সকলেই সুদিন ফেরার আশায় দিন গুনছেন।
রেল দফতর সূত্রে খবর ,হাওড়া-মেন লাইনের রসুলপুর থেকে হাওড়া- বর্ধমান কর্ড শাখার পাল্লা রোড পর্যন্ত ৭-৮ কিলোমিটারের নতুন রেলপথ তৈরি করতে চায় রেল দফতর। সেই মতো মসাগ্রামে কর্ড শাখার লাইন আর বাঁকুড়া লাইনে ক্রশিংয়ের জন্যে ‘রেল ওভার ব্রিজ’ বার আরওআর তৈরি হবে।বালি স্টেশনের মতো এখানেও থাকবে একই স্টেশনের উপরে ও নিচে দু’টি প্লাটফর্ম। এই ব্যবস্থাপনায় বাঁকুড়া-মসাগ্রাম লাইনের মাঠনসিপুর স্টেশনটি “হল্ট স্টেশন’ উন্নীত করার পরিকল্পনাও রয়েছে । শুধু তাই নয়,রেল দফতরের পরিকল্পনা রয়েছে মাঠনসিপুর থেকে হুগলির জঙ্গলপাড়া পর্যন্ত নতুন লাইন বসানোর। এইসব পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষে রেল বোর্ড মেমারির রসুলপুর থেকে পাল্লারোড -মসাগ্রাম-মাঠনসিপুর হয়ে জঙ্গলপাড়া পর্যন্ত ৭৮ কিলোমিটার রেল পথের সমীক্ষার নির্দেশ দিয়েছে।
এ নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান,নতুন রেল পথের প্রস্তাব এসেছে।চূড়ান্ত সমীক্ষা করে তা দেখা হবে।জানা গিয়েছে,সমীক্ষা শেষে বিস্তারিত রিপোর্ট তৈরি করে রেল বোর্ডে জমা দেবেন সমীক্ষকরা। তবে নতুন এই রেল পথের প্রস্তাব ভোটমুখী পশ্চিমবঙ্গে শুধুমাত্র ভোটের প্রচারেই সীমাবদ্ধ থাকে,নাকি বাস্তব রুপ পায়,সেদিকেই এখন নজর সবার ।।
