এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩১ জানুয়ারী : এস আই আর শুনানি ক্যাম্পে এক তৃণমূল নেতার হম্বিতম্বির ভিডিও এক্স-এ শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ভিডিও-তে ওই তৃণমূল নেতাকে শুনানিতে উপস্থিত আধিকারিকদের “হাত-পা ভেঙে দেওয়ার” হুমকি পর্যন্ত দিতে শোনা যাচ্ছে । শুভেন্দু অধিকারী জানান, ওই তৃণমূল নেতা হলেন পাণ্ডুয়ার তৃণমূল ব্লক সভাপতি সংযোগ ঘোষ । তিনি মন্তব্য করেছেন, স্বচ্ছ ভোটার তালিকা হলে তৃণমূলের কপালে যে অশেষ দুঃখ আছে, সেটা তৃণমূলের ছোটো বড়ো মেজো সেজো সব নেতৃত্বরাই বুঝে গেছে বলেই এত হম্বিতম্বি ।
ভিডিও অনুযায়ী কোনো কৃষাণ মান্ডিতে এস আই আর শুনানি ক্যাম্প বসেছে । মহিলা পুরুষদের লাইন দিয়ে ভবনের দু’তলায় উঠতে দেখা যায় । সেই সময় সাদা পাঞ্জাবি-পাজামা পরে একজন এসে হম্বিতম্বি করতে শুরু করেন । শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী ওই ব্যক্তি হলেন হুগলি জেলার পাণ্ডুয়ার তৃণমূল ব্লক সভাপতি সংযোগ ঘোষ । তৃণমূল নেতা দু’তলার দিকে মুখ করে আঙুল উঁচিয়ে বলেন, “ওই,কোন অফিসার? ওই,ইসিআই এর চ্যালা ? ওই,কোন অফিসার?” এরপর দিলীয় ক্যাডারকে অফিসে ঢোকার নির্দেশ দিয়ে বলে,”এই,রিসিভ দিতে বল । এই, কোন অফিসার রিসিভ দিচ্ছে না ? কোন অফিসার ? বিজেপির দালালি ? কেন সমানে দালালি হচ্ছে ?”একজন ভোটারকে জিজ্ঞেস করেন, “রিসিভ দিয়েছে ? যাও ।” ফের দুতলা ভবনের দিকে তাকিয়ে আঙুল উঁচিয়ে বলেন, “এই, রিসিভ দেয়নি কোন অফিসার আছে ? এই,বিজেপির চামচা । এই, হাত-পা ভেঙে দেব তোমার ।” এরপর এক বোরখা পরা মহিলাকে নির্দেশ দিয়ে বলেন,”যাও ।” তারপর ফের উপরের দিকে আঙুল উঁচিয়ে বলেন,”এই,কোন অফিসার আছে ?” দলীয় ক্যাডারদের নির্দেশ দিয়ে বলেন,”এই, যা তো ।” ফের উপরের দিকে তাকিয়ে বলেন, “কোন অফিসার ? হাত-পা ভেঙে দেবো সবার । আরে,জ্ঞানেশ কুমার আর অমিত শাহের দালাল । নরেন্দ্র মোদীর দালাল । এই,অফিসারকে নামা৷ আজকে হাত-পা ভেঙে দেবো সবারির । নষ্টামি হচ্ছে ?’ একজন দলীয় ক্যাডারকে উপরে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন,” এই যা, বল রিসিভ দাও ।” ক্যাডার চলে যাওয়ার পর ফের নির্বাচনী আধিকারিকের উদ্দেশ্যে বলেন,”বদমায়েশি হচ্ছে ? বদমায়েশি ! শালা,বিজেপির দালাল ।”
প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন,”তৃণমূল পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন (SIR)এর কাজ কখনোই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেবে না, কারণ স্বচ্ছ ভোটার তালিকা হলে তৃণমূলের কপালে অশেষ দুঃখ আছে সেটা তৃণমূলের ছোটো বড়ো মেজো সেজো সব নেতৃত্বরাই জানে।
নীচের ভিডিওটা দেখুন, পাণ্ডুয়ার তৃণমূল ব্লক সভাপতি সংযোগ ঘোষ কি ভাবে শান্তিপূর্ণ ভাবে চলা SIR এর শুনানি কে ব্যাহত করতে চাইছেন। তৃণমূল নেতা সংযোগ ঘোষ নির্বাচন কমিশনের আধিকারিক কে সরাসরি হুমকি দিচ্ছেন। এলাকার মানুষকে SIR এর বিরুদ্ধে উত্তেজিত করে ক্ষেপিয়ে তুলতে চাইছেন ।” তিনি লিখেছেন,”এতো কিছুর পরেও তৃণমূলের আশা পূরণ হবে না। তৃণমূলের হাঁটু কাঁপছে, কারণ ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার, মৃত ভোটার, বাংলাদেশী রোহিঙ্গা ভোটার বাদ যাবে, এবং স্বচ্ছ ভোটার তালিকায় ভোট হলেই তৃণমূলের এবার আর সরকারে ফেরা হবে না।” যদিও ভিডিও-টির সত্যতা যাচাই করেনি এইদিন ।
প্রসঙ্গত,ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এস আই আর কিছুতেই মেনে নিতে পারছে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ গত বছর এস আই আর শুরুর আগে থেকেই এই প্রক্রিয়া বন্ধ করতে উঠেপড়ে লাগেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি৷ কিন্তু তারপরেও এস আই আর যথারীতি শুরু করে নির্বাচন কমিশন । ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে কমপক্ষে ৬৬ লাখ ভুয়ো ভোটারের নাম বাদ যাওয়া প্রায় নিশ্চিত । আগামী ১৪ ফেব্রুয়ারী ফাইনাল তালিকা প্রকাশের পর জানা যাবে ঠিক কত সংখ্যক ভুয়ো ভোটারকে চিহ্নিত করতে সক্ষম হল নির্বাচন কমিশন । তার আগে যত বেশি সংখ্যক ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকায় রেখে দেওয়া যায় তৃণমূল সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ বিজেপি ।।

