এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,৩০ জানুয়ারী : রায়নায় কিশোরীকে ধর্ষণের ১০ বছর পর অভিযুক্তকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল পূর্ব বর্ধমান জেলার বিশেষ পকসো আদালত । সেই সাথে আসামির পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে । সাজাদণ্ডপ্রাপ্ত আসামির নাম নিশাকর মালিক৷ তার বাড়ি রায়না থানার অন্তর্গত ধারান গ্রামে ।
আদালত সূত্রে জানা গেছে,ঘটনাটি ঘটে ২০১৬ সালের ২৬ শে জানুয়ারী । তখন নির্যাতিতার বয়স ছিল ১৪ বছর ৷ ঘটনার দিন বাড়িতে একাই ছিল মেয়েটি । সেই সূযোগে নিশাকর মালিক দুপুর প্রায় ১ টা থেকে দেড়টা নাগাদ মেয়েটির বাড়িতে ঢুকে পড়ে । সে মেয়েটির উপর পাশবিক অত্যাচার চালায় । পরে পরিবারের লোকজন বাড়ি ফিরে এসে মেয়েটি বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে । এরপর নির্যাতিতার বাবা রায়না থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন ।
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ধর্ষক নিশাকর মালিককে গ্রেপ্তার করে । তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করে জেলে পাঠানো হয় । মামলার তদন্তকারী অফিসার ছিলেন রায়না থানার সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ চক্রবর্তী । তিনি সমস্ত সাক্ষ্য প্রমাণ সুসংহত করে তদন্ত সম্পন্ন করে অভিযুক্ত নিশাকর মালিক এর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন । দীর্ঘ ১০ বছর আইনি প্রক্রিয়ার পর আজ শুক্রবার (৩০ জানুয়ারী) সাজা ঘোষণা করে পূর্ব বর্ধমান জেলার বিশেষ পকসো আদালত । আদালত অভিযুক্ত নিশাকর মালিককে দোষী সাব্যস্ত করে এবং ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে । পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত ৬ ছয় মাসের সাধারণ কারাদণ্ডের আদেশ দেন বিচারক ।।

