এইদিন ওয়েবডেস্ক,মালদা,৩০ জানুয়ারী : নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে বাড়ি থেকে প্রায় ২ কিমি দূরে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার চাঁচলে ৷ মৃত যুবকের নাম আনারুল হক(৩০) । তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মোহনপুর এলাকায় । আজ শুক্রবার সকালে চাঁচলের জিতারপুর এলাকায় তার দেহ উদ্ধার করে পুলিশ । মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক ভাবে পুলিশের অনুমান যে ওই যুবক খুন হয়েছেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,আনারুল হকের একটি নতুন পাকা বাড়ি নির্মানের কাজ চলছে । সেই কারনে বালি, সিমেন্ট কিনতে লাখ খানেক টাকা নিয়ে তিনি বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয়েছিলেন । কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি । আজ সাত সকালে পরিবারের লোকজনেরা খবর পান যে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চাঁচলের জিতারপুর এলাকায় আনারুলের মৃতদেহ পড়ে রয়েছে । এই খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং যুবকের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন । খবর পেয়ে চাঁচল থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । পরিবারের অনুমান করা হচ্ছে যে টাকা ছিনতাইয়ে বাধা দেওয়ার জন্যই দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছে ওই যুবককে । ঘটনাটি খুন নাকি দুর্ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।।

