এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৯ জানুয়ারী : লজিক্যাল ডিসক্রেপেন্সির জন্য শুনানির নোটিশের ভিত্তিতে হাজিরা দিলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিজেপি নেতা মহেন্দ্রনাথ কোঁয়ার । বাবার নামের অসঙ্গতির কারনে তাঁকে গত মঙ্গলবার শুনানির নোটিশ দেওয়া হয়েছিল । আজ বৃহস্পতিবার বিকেলে তিনি নথিপত্র নিয়ে ভাতার বিডিও অফিসে হাজিরা দেন । শুনানি শেষে লজিক্যাল ডিসক্রেপেন্সির জন্য কমিশনের প্রযুক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন তোলেন ওই বিজেপি নেতাও ৷ তিনি বলেন,’নির্বাচন কমিশনের প্রযুক্তিগত দিকটা আর একটু উন্নত ও নির্ভুল হওয়া প্রয়োজন ছিল। তাহলে হয়তো এত মানুষের শুনানির ডাক পড়ত না।’
ভাতার থানার কুলচন্ডা গ্রামের বাসিন্দা মহেন্দ্রনাথ কোঁয়ার ২০২১ সালে ভাতার বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী হয়েছিলেন । যদিও তিনি তৃণমূলের মানগোবিন্দ অধিকারীর কাছে পরাজিত হন । এছাড়া,বিজেপির ব্যবসায়ী সংগঠনের রাজ্য কমিটির কো কনভেনর পদে রয়েছেন তিনি । এসআইআর প্রক্রিয়া নিয়ে শাসকদলের তীব্র বিরোধিতা করে মহেন্দ্রনাথ বলেন,’ভোটার তালিকা নির্ভুল করার জন্য নির্বাচন কমিশন দলমত নির্বিশেষে ভুলত্রুটি বা অসঙ্গতি দেখে নোটিশ করছে । আমাকেও নোটিশ করা হয়েছে। কিন্তু তৃণমূল নির্দিষ্ট সম্প্রদায়কে শুনানিতে ডাকা হচ্ছে বলে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করছে । রাজ্য সরকারের কর্মচারীরাও ঠিকমতো সহযোগিতা করছে না৷’।

