এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৯ জানুয়ারী : মুর্শিদাবাদের সামশেরগঞ্জে খুন হয়ে গেলেন এক হোটেল ব্যবসায়ী যুবক ৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সামশেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা জাতীয় সড়কের পাশে। পুলিশ জানিয়েছে,মৃতের নাম রাহুল বিশ্বাস(৩৪) । তার বাড়ি সামশেরগঞ্জের নাড়াবাগান এলাকায়। তবে খুনের কারন স্পষ্ট নয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
জানা গেছে,বছর তিনেক আগে নতুন ডাকবাংলা জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি নার্সিংহোমের সামনে একটি হোটেল খুলেছিলেন রাহুল বিশ্বাস । বুধবার রাতে তিনি হোটেলেই ছিলেন । নার্সিংহোমের নিরাপত্তারক্ষী সামিউল আলিমের বয়ান অনুযায়ী,রাত্রি প্রায় সাড়ে ন’টা নাগাদ রাহুল বিশ্বাসের হোটেল থেকে পরপর কয়েক রাউন্ড গুলি চলার শব্দ আসে । এরপরই তারা ছুটে যান ।নিরাপত্তারক্ষী জানান, বাইরে বেরিয়ে আসার পর তিনি কয়েকজনটি ছায়ামূর্তিকে ছুটে পালাতে দেখেছেন ।
জানা যায়,স্থানীয় লোকজন হোটেলে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন ওই যুবক । তাকে মাথার বামদিকে ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় দেখে দ্রুত তাকে উদ্ধার করে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক এসে গুরুতর অবস্থা দেখে যুবককে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন । এরপর গুলিবিদ্ধ যুবককে দ্রুত জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন ফারাক্কার এসডিপিও । তবে খুনের কারন এখনো স্পষ্ট নয় । আজ বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পুলিশ ঘাতকদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে ।।

