এইদিন স্পোর্টস নিউজ,২৮ জানুয়ারী : আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। নিরাপত্তা আশঙ্কাকে অজুহাত দেখিয়ে ভারতে দল পাঠাতে অস্বীকার করেছে বাংলাদেশ । তবে ক্রিকেটে দল না পাঠালেও এবার ভারতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য শুটারকে পাঠাচ্ছে বাংলাদেশ।
আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারকে ভারত আসার অনুমতি দিয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা এই সংক্রান্ত একটি আদেশ জারি করেন। এই চিঠি ভারতে বাংলাদেশ হাইকমিশন, ঢাকায় ভারতীয় দূতাবাসসহ সংশ্লিষ্ট সকল জায়গায় পাঠানো হয়েছে।
ভারতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ হবে ইনডোর ও সংরক্ষিত এলাকায়। সে কারণে নিরাপত্তাঝুঁকি থাকবে না বলে মনে করছে মহম্মদ ইউনূস সরকার। সফরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শুটার রবিউল ইসলাম। তাঁর খেলা ৫ ফেব্রুয়ারি। রবিউলের সঙ্গে কোচ হিসেবে আসছেন শারমিন আক্তার। একে ছোট বহর, তারওপর আয়োজকদের দিক থেকে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি পাওয়ার কারণে দল পাঠানোর অনুমতি দেয়া হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ককর্তৃপক্ষ । নৌবাহিনীর অ্যাথলিট হিসেবে বিশেষ পাসপোর্ট থাকায় রবিউল ভিসা ছাড়াই এক সপ্তাহ ভারতে থাকতে পারবেন। তবে ভিসা নিতে হবে শারমিনকে। তাঁদের দিল্লি আসার কথা ৩১ জানুয়ারি।
আগামী ২-১৪ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে এশিয়ান রাইফেল/পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। বিগত আসরগুলোতে বাংলাদেশের একাধিক শুটার অংশগ্রহণ করেছেন। এবার শুধুমাত্র রবিউলকে পাঠাচ্ছে ফেডারেশন।।

