দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ সেপ্টেম্বর : এক প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার ভাতারে । শনিবার রাতে টহলদারির সময় ভাতারের ওড়গ্রামের কাছে ২-বি জাতীয় সড়কের পাশে ডিভিসি ক্যানেলের ধার থেকে ওই প্রৌঢ়ের রক্তাক্ত দেহটি উদ্ধার করে ওড়গ্রাম ফাঁড়ির পুলিশ । পুলিশ জানিয়েছে,নিহত ব্যক্তির নাম মানোয়ার শেখ(৫২) । তাঁর বাড়ি ভাতারের এরুয়ার অঞ্চলের মাদারডিহি গ্রামে । শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ । পরিবারের লোকজনের দাবি তাঁকে খুন করা হয়েছে । পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে,মাদারডিহি গ্রামের বাসিন্দা মানোয়ার শেখের বাড়িতে রয়েছেন স্ত্রী,এক মেয়ে ও এক ছেলে । এক মেয়ের বিয়ে হয়ে গেছে । ভাঙাচোরা সামগ্রী কেনাবেচার ব্যাবসা করতেন ওই প্রৌঢ় । তাঁর নিজস্ব একটি মোটরভ্যান রয়েছে । গ্রামে গ্রামে ভ্যান নিয়ে ঘুরে ভাঙাচোরা সামগ্রী কেনাকাটা করতেন । পরে তা ওড়গ্রামের একটি আড়তে বিক্রি করে দিয়ে আসতেন ।
মৃতের দাদা আরহান শেখ জানান,বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ ভ্যানে মালপত্র চাপিয়ে আড়তে বিক্রি করতে গিয়েছিল তাঁর ভাই । তারপর সে বাড়ি ফেরেনি । তাঁরা রাতভর খোঁজাখুঁজি করেন । কিন্তু তাঁর ভাইয়ের কোনও সন্ধান পাননি । এরপর এদিন সকালে খবর পান মোটরভ্যানসহ তাঁর ভাইয়ের মৃতদেহ উদ্ধার করেছে ওড়গ্রাম ফাঁড়ির পুলিশ । ভাইয়ের কাছে বেশ কিছু টাকা পয়সা ও একটি মোবাইল ছিল । কিন্তু সেগুলি খোওয়া গেছে । তিনি বলেন, ‘আমরা ভাইয়ের মাথায় গভীর ক্ষতচিহ্ন দেখতে পাই । ক্ষতস্থান ও কান দিয়ে রক্ত চুঁইয়ে পড়ছিল । আমাদের অনুমান ভাইকে খুন করে লুটপাট চালিয়েছে দুষ্কৃতিদল ।’
পুলিশ সুত্রে খবর,প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতেও এনএইচ ২ বি ধরে টহলদারি চালাচ্ছিল ওড়গ্রাম ফাঁড়ির পুলিশের একটি ভ্যান । পুলিশের গাড়িটি সিউড়ি রোডের বিপরীতে ডিভিসি ক্যানেলের কাছাকাছি যেতেই ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহটি পড়ে থাকতে দেখে । আশেই পড়েছিল একটি মোটরভ্যান । পুলিশ ভ্যানসহ মৃতদেহটি উদ্ধার করে আনে । ঘটনাটি খুন নাকি দূর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ।।