এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৭ জানুয়ারী : মালদার ভারত-বাংলাদেশের কাঁটাতার বিহীন উন্মুক্ত সীমান্ত দিয়ে ঢুকে বিএসএফ-এর হাতে ধরা পড়ল ৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাদের অনুপ্রবেশে সহায়তা করার জন্য পাকড়াও হয়েছে স্থানীয় এক সহযোগীও । মালদার হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের পান্নাপুর বিওপি এলাকা থেকে ওই ৬ জনকে ধরেছে বিএসএফ জওয়ানরা । ধৃত পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে মহম্মদ কাউসার, মহম্মদ রজব আলি, মহম্মদ আলামিন নবি, মহম্মদ রবিউল আলম এবং রকি সেখ নামে চিহ্নিত করা হয়েছে । তাদের অনুপ্রবেশে সাহায্যকারী ধৃত ভারতীয় নাগরিকের নাম রিপন বিশ্বাস ।
জানা গেছে, হবিবপুর থানার পান্নাপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা বেশ কিছু কাঁটাতার বিহীন উন্মুক্ত এলাকা রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে পান্নাপুরের বাসিন্দা এক ব্যক্তি ৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ভারতীয় সীমানায় নিয়ে আসে । সেই সময় বিএসএফ-এর ৮৮-নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ওই এলাকায় টহলদারি চালাচ্ছিল । বিএসএফ জওয়ানদের নজরে পড়লে ছয়জনকে পাকড়াও করে। পরে তাদের হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । আজ মঙ্গলবার ধৃত ছয়জনকেই হবিবপুর থানার পুলিশের পক্ষ থেকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।।

