এইদিন ওয়েবডেস্ক,জামুরিয়া(পশ্চিম বর্ধমান),২৩ সেপ্টেম্বর : মৃত শ্রমিকের পরিবারের একজনকে চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে একটি বেসরকারি কারখানার গেটের সামনে ধর্ণা প্রদর্শন করল মৃত শ্রমিকের পরিবারের লোকজন । বৃহস্পতিবার সকাল থেকে জামুরিয়া শিল্প তালুকের শেখপুর এলাকায় অবস্থিত একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা মূল গেটের সামনে ধর্ণা প্রদর্শনের জেরে
কারখানার সমস্ত প্রকার মালপত্রের পরিবহন বন্ধ হয়ে যায় । দাবি না মানা হলে ধর্ণা প্রদর্শন জারি থাকবে বলে নিহত শ্রমিকের পরিবার হুঁশিয়ারি দিয়েছেন ।
জানা গেছে,শেখপুর এলাকার ওই বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় শ্রমিকের কাজ করতেন জামুড়িয়া থানার শিমুলতলার এলাকার বাসিন্দা কৃষ্ণা কোড়া নামে জনৈক এক যুবক । তিনি কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় সরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় । কিছু অল্পদিনের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ।
মৃতের আত্মীয় রাজীব কোড়া বলেন, ‘তখন কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে মৃতের পরিবারের একজনকে চাকরি ও ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । কিন্তু আজ পর্যন্ত তা দেওয়া হয়নি । বারবার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেও কাজ হয়নি । তাই বাধ্য হয়ে এদিন আমরা কারখানার গেটের সামনে ধর্ণায় বসেছি ।’ অন্যদিকে এনিয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।।