এইদিন ওয়েবডেস্ক,কেরালা,২৬ জানুয়ারী : কেরালার কোঝিকোড় জেলার থামারাসেরিতে এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্যারাটে প্রশিক্ষক মুজিব রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ৷ থামারাসেরি পুলিশে অভিযোগ দায়েরের পর মালাপ্পুরামের বাসিন্দা আয়াপ্পানকান্দি মুজিব রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী মেয়েটি ক্যারাটে প্রশিক্ষণ নিতে অভিযুক্তের কাছে আসত ।
পুলিশের মতে, ঘটনাটি গত বছরের জুন থেকে জুলাই মাসের মধ্যে ঘটে। অভিযোগে বলা হয়েছে যে অভিযুক্ত ক্যারাটে ক্লাস চলাকালীন ছাত্রীটিকে যৌন নির্যাতন করে। অনুশীলনের অজুহাতে সে তাকে তার গাড়িতে তুলে নিয়ে যেত এবং কুকর্ম করত ।ঘটনায় ভীত হয়ে, ভুক্তভোগী কিছু সময়ের জন্য ক্যারাটে ক্লাসে যাওয়া বন্ধ করে দেয়। স্কুল কাউন্সেলিং চলাকালীন ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং পকসো সহ বেশ কয়েকটি ধারায় তাকে গ্রেপ্তার করে।।

