এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৬ জানুয়ারী : এবারের বিধানসভার ভোটে বিজেপি যদি না জেতে তাহলে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে রোহিঙ্গা প্রদেশে পরিণত করে দেবে বলে মন্তব্য করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব । গতকাল সন্ধ্যায় কলকাতার বেহালার সখেরবাজার এলাকায় তার সভামঞ্চ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেওয়ার পর আজ সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরে আসেন বিপ্লব দেব । কলকাতায় বিজেপির উপরে হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘মমতা ব্যানার্জি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। বিনাশকালে ওনার বিপরীত বুদ্ধি হয়েছে ৷’ তিনি আরও বলেছেন, ‘এবারের লড়াই শুধু ক্ষমতা দখলের নয়, বরং বাংলার মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই। বাংলার মানুষের জীবন বাঁচানোর লড়াই। তাই এবারের নির্বাচনে বিজেপিকে জিততেই হবে, নইলে এরা বাংলাকে রোহিঙ্গা প্রদেশে পরিণত করে দেবে।’
রাজ্যের কর্মসংস্থানের দুরবস্থা নিয়েও তিনি মমতা ব্যানার্জিকে খোঁচা দেন । বিপ্লব দেব বলেন,’মমতা ব্যানার্জির চাকরি দেওয়ার মুরোদ নেই, মানুষের রোজগার কেড়ে খাওয়ার মুরোদ আছে। দাদাগিরি করতে হলে আমার সামনে আসুক ।’
আজ সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি মাটিগাড়ায় দলীয় সাংসদ রাজু বিস্তের বাড়িতে যান। সেখানে মধ্যাহ্নভোজ সেরে শিলিগুড়ি সংলগ্ন এলাকায় একাধিক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন।।

