এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ জানুয়ারী : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর- এর শুরু থেকেই প্রবল বিরোধিতায় নেমেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ তার উপর তৃণমূলের নেতামন্ত্রীদের একের পর এক এসআইআর শুনানিতে ডাক পড়ায় বেজায় ক্ষুব্ধ তারা । শুনানিতে ডাক পড়েছে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার । আজ রবিবার দুপুর দুটোয় তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। যথারীতি দুপুরের দিকে কলকাতার গিরিশ পার্কের শুনানি কেন্দ্রে হাজিরা দিতে যান শশী পাঁজা। কিন্তু শুনানি থেকে বেরিয়ে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন ।
শশী পাঁজা বলেন,’আমার নাম ২০০২ সালের ভোটার তালিকায় আছে । তা সত্ত্বেও নাম নেই বলে আমার কাছে নথি চাওয়া হল। আমি সেসব দেওয়ার পর পাসপোর্ট চাইছে! আমি পাসপোর্ট দেখাব না, এটা আমার প্রতিবাদ ৷’ তিনি কমিশনকে রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেন,’দেখি কী করে। তিনবারের মন্ত্রী, বিধায়কের নাম তোলে কি না ভোটার তালিকায়। আমি এত বছর ধরে ভোটে লড়ে এসেছি, এত বছর ধরে ভোট দিয়েছে। এসব অযথা হয়রানি করা হচ্ছে। নির্বাচন কমিশন যা ইচ্ছে তাই করছে!’ মন্ত্রীর দাবি,লজিক্যাল ডিসক্রিপেন্সি নয়,অ্যাপের গলদে কমিশনের অনলাইন তালিকায় ২০০২ সালে তার নাম দেখাচ্ছে না।’

