এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৫ জানুয়ারী : ফের বাংলাদেশের এক হিন্দু যুবককে জীবন্ত পুড়িয়ে খুনের ঘটনা ঘটেছে । এবারে বাংলাদেশের নরসিংদীর পুলিশ লাইন্স সংলগ্ন মসজিদ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটেছে । নিহত যুবকের নাম চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩)। তিনি দীর্ঘ প্রায় ৬ বছর ধরে ওই এলাকার রুবেল মিয়ার গ্যারেজে কাজ করতেন এবং কাজের সুবাদে নরসিংদীতেই থাকতেন ।
চঞ্চল চন্দ্র ভৌমিক কুমিল্লা জেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। তার মায়ের নাম প্রমিতা রানী ভৌমিক। অসুস্থ মা, প্রতিবন্ধী দাদা ও এক ছোট ভাইকে নিয়ে তার পরিবারটি সম্পূর্ণভাবে তার আয়ের ওপর নির্ভরশীল ছিল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন চঞ্চল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে গ্যারেজের ভেতরে ঘুমন্ত অবস্থায় চঞ্চলকে দোকানের শাটার বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি দোকানের বাইরে আগুন জ্বালিয়ে দেয়, এরপর মুহূর্তের মধ্যেই আগুন গ্যারেজের ভেতরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয়রা দমকল অফিসে জানালে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর গ্যারেজের ভেতর থেকে চঞ্চল চন্দ্র ভৌমিকের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিবারের সদস্যদের অভিযোগ, এটি একটি নৃশংস ও নির্মম হত্যাকাণ্ড, যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা হোক । পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন প্রমান সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ ।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার এবং এলাকায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ব্লিটজ পত্রিকার সম্পাদক সালহা উদ্দিন শোয়েব চৌধুরী এক্স-এ লিখেছেন, ‘দীপু-খোকনের পর বাংলাদেশে আবারও আগুনে পুড়িয়ে হত্যা করা হলো চঞ্চল ভৌমিককে। সংখ্যালঘুদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার দাবি জানিয়েছেন হিন্দু নেতারা।
বাংলাদেশে আবারও এক হিন্দু যুবককে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। ময়মনসিংহে দীপু চন্দ্র দাস এবং শরীয়তপুরে খোকন চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার পর এবার নরসিংদীতে চঞ্চল ভৌমিককে ঘুমন্ত অবস্থায় দোকানের শাটার বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে।তিনি লিখেছেন,অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও চঞ্চল কাজ শেষে গ্যারেজে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে গ্যারেজের শাটার বন্ধ থাকা অবস্থায় এক ব্যক্তি বাইরে থেকে পেট্রোল ঢেলে চঞ্চলকে হত্যার উদ্দেশ্যে গ্যারেজে আগুন ধরিয়ে দেয়। গ্যারেজের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আগুন লাগানোর পর প্রথমে গ্যারেজের বাইরে এবং পরে তীব্রভাবে ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগানো ব্যক্তিটি চঞ্চল পুড়ে মারা না যাওয়া পর্যন্ত দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করে। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর লোকটি ঘটনাস্থল ত্যাগ করে।।

