দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৩ সেপ্টেম্বর : সাইকেলের পিছনে ধাক্কা দিল একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যান । অল্পের জন্য প্রাণে বাঁচলেও একটি হাত খোয়াতে হল ওই সাইকেল আরোহী প্রৌঢ়কে । বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কাটোয়ার ঘোষহাট এলাকায় । অমল মণ্ডল (৫০) নামে ওই প্রৌঢ়ের ডান হাত কার্যত পিষে দিয়ে পালিয়ে যায় পেয়ারা বোঝাই ওই পিক আপ ভ্যানটি ৷ আহত ব্যক্তি বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । এদিকে এই ঘটনার প্রতিবাদে ক্ষিপ্ত বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় । বেশ কিছুক্ষন বিক্ষোভ চলার পর শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাটোয়া থানার চর আকাইহাটে বাড়ি অমল মণ্ডলের । এদিন সকালে তিনি সাইকেলে চড়ে বাজার করতে গিয়েছিলেন । ফেরার পথে দূর্ঘটনাটি ঘটে । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি পিয়ারা বোঝাই পিকআপ ভ্যান অমলবাবুর সাইকেলের পিছনে এসে ধাক্কা দেয় । তিনি সাইকেলসহ রাস্তায় উলটে পড়েন । আর তখনই তাঁর ডান হাতের উপর দিয়ে চলে যায় পিকআপ ভ্যানের পিছনের চাকা ।
জানা গেছে,দূর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন । আহতকে উদ্ধার করে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন ৷ অবস্থার অবনতি হলে আহত প্রৌঢ়কে বর্ধমানে স্থানান্তরিত করা হয় । এদিকে বেগতিক বুঝে বেশ কিছুটা দুরে গিয়ে পিকআপ ভ্যানটি ফেলে রেখে চম্পট দেয় চালক । পরে পুলিশ ওই গাড়িটি আটক করে । নদিয়া জেলার পলাশী থেকে ওই পিকআপ ভ্যানটি পিয়ারা বোঝাই করে আসছিল বলে জানা গেছে ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,নদীয়ার বেশ কয়েকটি পিকআপ ভ্যান মিলে কাটোয়া এলাকায় পেয়ারা সরবরাহ করে । গাড়িগুলি বেপরোয়া গতির কারনে প্রায়ই দুর্ঘটনা ঘটে । ওই গাড়িসহ বিভিন্ন গাড়ির গতি নিয়ন্ত্রনে নিয়মিত পুলিশি নজরদারি চালানোর বলে দাবি তুলেছেন এলাকার মানুষ ।।