এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৪ জানুয়ারী : খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে । হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে ৷ আমান কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে ৷ এতে নূর আলম মেহসুদেরও মৃত্যু হয়েছে । আরও অনেকে আহত হয়েছে ।
স্থানীয় পুলিশ জানিয়েছে,শুক্রবার সন্ধ্যায় ডেরা ইসমাইল খানের কুরেশি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নূর আলম মেহসুদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই হামলা হয়। সূত্র বলছে, হামলায় অনেক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।।

