প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৪ জানুয়ারী : বসন্ত পঞ্চমী তিথিতে ভারতীয় নাগরিক হিসাবে ডিজিটাল পরিচয়পত্র “আধার কার্ড“ পেলেন জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী । ছবি সহ মা সরস্বতী দেবীর নামে নামাঙ্কিত আধার কার্ড এখন দেখতে পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ের নিচু চাপাহাটির জনপ্রিয় সংঘ আয়োজিত সরস্বতী পুজোয়। এটাই হলো জনপ্রিয় সংঘের এবারের সরস্বতী পুজোর থিম।যে থিম ভাবনা নিচু চাপাহাটির মানুষজনের মন কেড়ে নিয়েছে ।
’মায়ের আধার কার্ড’-এই থিম ভাবনায় এবছর সরস্বতী পুজোর আয়োজন করেছে জনপ্রিয় সংঘ । পুরোদস্তুর শিল্পনৈপুণ্যতায় ভরা তাদের তৈরি সেই আধার কার্ডটি।যেটিতে মা সরস্বতী দেবীর নামের নিচে তাঁর বাবার নাম ’মহাদেব’লেখা রয়েছে।আর ঠিকানা হিসাবে ওই আধার কার্ডে গ্রাম ও পোস্ট -কৈলাস,থানা-শিব লোক,জেলা-হিমালয় মানস সরোবর এবং রাজ্য মর্ত্যলোক ঊল্লেখ করা হয়েছে ।মা সরস্বতী দেবীর নামে নামাঙ্কিত এমন আধার কার্ড দেখতে এদিন দলে দলে মানুষজন পৌছান সমুদ্রগড়ের নিচু চাপাহাটির জনপ্রিয় সংঘের পুজো মণ্ডপে।
এমন পুজোর আয়োজন প্রসঙ্গে আয়োজকরা বলেন,আসলে তাঁরা আধার কার্ডের আদলে তৈরি মণ্ডপ ও প্রতিমার মাধ্যমে দেবী সরস্বতীকে উপস্থাপন করেছেন এক সাধারণ নাগরিকের পরিচয়ে।এনিয়ে আয়োজকদের ব্যাখ্যা,“জ্ঞান, শিক্ষা ও সংস্কৃতির দেবীর কোনও আলাদা পরিচয়পত্রের প্রয়োজন নেই। তিনি সকলের, সব মানুষের। বর্তমান সময়ে যখন পরিচয়,নথি ও নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন উঠছে, তখন এই ভাবনার মধ্য দিয়েই একটি সামাজিক বার্তা তুলে ধরা হয়েছে।
এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নাম যাচাই,তালিকা সংশোধন,এসব নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের শেষ নেই। এই সমস্ত বিষয়কেই শিল্পের ভাষায় তুলে ধরা হয়েছে পুজোর মণ্ডপে।
তার মধ্য দিয়েই বর্তমান পরিস্থিতি নিখুঁত ভাবে ফুটে উঠেছে।ব্যতিক্রমী এই ভাবনার তারিফ করেছেন দর্শনার্থীরা। তাঁদের মতে ,’এসআইআর আবহে নীচু চাপাহাটির জনপ্রিয় সংঘের “মায়ের আধার কার্ড” থিমে আয়োজিত এবছরের সরস্বতী পুজো বাস্তবেই এক অনন্য সামাজিক বার্তা বহন করছে।’।

