এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২৩ সেপ্টেম্বর : সপ্তমতম মার্কিন সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে আমেরিকার অ্যান্ড্রুজ জয়েন্ট বায়ুসেনা ঘাঁটিতে তাঁর বিমান অবতরণ করে । প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আমেরিয়ায় ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধু ও মার্কিন আমেরিকার প্রশাসনিক কর্তারা । এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য তখন বিমান বন্দরের বাইরে অপেক্ষা করছিল শতাধিক প্রবাসী ভারতীয় । উপস্থিত জনতার মধ্যে অনেকের সঙ্গেই হাত মেলাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে ।
বাইডেন আমেরিকায় ক্ষমতায় আসার পর এই প্রথম মার্কিন সফর নরেন্দ্র মোদীর । জানা গেছে,তিন দিনের মার্কিন সফরে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে তিনি যোগ দিতে চলেছেন । বেশ কয়েকজন মার্কিন শিল্পপতিকেও সময় দিয়েছেন প্রধানমন্ত্রী । এদিন সন্ধ্যা ৭ টা ১৫ নাগাদ পৃথক পৃথকভাবে তিনি কথা বলবেন বলে জানা গেছে ।
এছাড়া কোয়াড্রালেটারাল সিকিউিরিটি ডায়ালগ বা কোয়াডভূক্ত দেশ ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানের রাষ্ট্রপ্রধানের মুখোমুখি বৈঠকের সম্ভাবনা রয়েছে । তাতে যোগ দেবেন নরেন্দ্র মোদী । এই বৈঠকে উঠতে পারে তালিবান প্রসঙ্গ । এছাড়া সীমান্ত সন্ত্রাস, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, জলবায়ু ও নিরাপত্তাসহ একাধিক বিষয় উঠে আসতে পারে কোয়াডের শীর্ষ বৈঠকে । রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তাঁর ভাষণে সীমান্ত সন্ত্রাস, কোভিড পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনের মতো বিভিন্ন বিষয় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে । এছাড়া আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর । প্রধানমন্ত্রীর এবারের মার্কিন সফরকে আমেরিকার সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের পাশাপাশি জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক আরও মতো মজবুত করার একটি প্রয়াস বলে মনে করা হচ্ছে ।।