এইদিন বিনোদন ডেস্ক,২৩ জানুয়ারী : “ও রোমিও” ট্রেলার লঞ্চ ইভেন্ট ছেড়ে রেগে পালালেন অভিনেতা নানা পাটেকর । আসলে, বিশাল ভরদ্বাজের আমন্ত্রণে ও রোমিও ছবির ট্রেলার লঞ্চ ইভেন্টে নানা পাটেকর সময়মতো পৌঁছেছিলেন। কিন্তু তিনি এক ঘন্টা অপেক্ষা করার পরেও, ইভেন্টে এসে পৌঁছাননি ছবির নায়ক শহীদ কাপুর এবং নায়িকা তৃপ্তি ডিমরি। এতে ক্ষিপ্ত হয়ে নানা পাটেকর চলে যাওয়ার জন্য উঠে দাঁড়িয়ে পড়েন । ইভেন্ট ম্যানেজার তাকে অপেক্ষা করতে অনুরোধ করেন। তখন নানা পাটেকর তার ঘড়ি দেখিয়ে উত্তর দেন,’আমি এক ঘন্টা ধরে সবার জন্য অপেক্ষা করছি, সময়মতো পৌঁছেছি।’ যাওয়ার সময় তিনি বলে যান,’সময়ের কি কোন মূল্য নেই ? বলিউডের নায়ক-নায়িকারা কি ইচ্ছাকৃতভাবে দেরিতে আসেন?’
হিন্দি ছবি “ও রোমিও” হাই-অক্টেন রোমান্টিক অ্যাকশন ড্রামা । পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ এবং শহীদ কাপুর । প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা । ভ্যালেন্টাইন্স ডে ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি ।।

