এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৩ জানুয়ারী : “পরিবেশ বান্ধব” সরস্বতী পুজোর আয়োজক ৫ স্কুলকে সম্মানিত করল পূর্ব বর্ধমানের পরিবেশপ্রেমী সংগঠন “মিলিত প্রয়াস” । বর্ধমান শহরের এবং শহর লাগোয়া ওই ৫ স্কুলের পড়ুয়ারা এবারের সরস্বতী পুজোয় পুজাতে প্লাস্টিকের জিনিসপত্র বর্জন করে কাগজ, পিচবোর্ডে, শালপাতা,ঝরে পড়া গাছের পাতা, শুকনো ডাল, টিসুপেপার প্রভৃতি জৈব পদার্থের ব্যবহার করে পূজো মণ্ডপ সাজিয়েছে । আজ শুক্রবার সরস্বতী পুজোর দিন সংগঠনের সম্পাদক প্রতনু রক্ষিতে নেতৃত্বে সংগঠনের সদস্যরা বেশ কিছু উচ্চ বিদ্যালয় ঘুরে সরস্বতী পূজার সামগ্রিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। শেষ পর্যন্ত ৫ টি স্কুলের সরস্বতী পুজোর আয়োজকদের উৎসাহিত করার জন্য বিশেষভাবে সম্মানিত করেন তারা ।
প্রতনু রক্ষিত জানান,ওই ৫ স্কুলের মধ্যে বর্ধমান আদর্শ বিদ্যালয় ও কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্যের পুনর্ব্যবহার এবং মাটির ও শালপাতার পাত্র ব্যবহার সম্পর্কে মন্ডপ থেকেই সচেতনতার বার্তা দিয়েছে। অন্যদিকে রথ তলা মনোহর দাস উচ্চ বিদ্যালয় এবং উদয়পল্লী শিক্ষানিকেতন বিভিন্ন ধরনের হাতের কাজ ও চিত্রাঙ্কনের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছে। ডক্টর সুভাষ চন্দ্র দত্ত, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সুবীর কুমার দে সহ অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাও পড়ুয়াদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন । পাশাপাশি পড়ুয়াদের উৎসাহিত করার জন্য “মিলিত প্রয়াস”- এর প্রশংসা করেছেন তারা ।।

