এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,২২ জানুয়ারী : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার ভাদেরওয়াহ এলাকায় আজ বৃহস্পতিবার একটি সাঁজোয়া সামরিক যান পাহাড়ি পথ থেকে ছিটকে ২০০ ফুট গভীর খাদে পড়ে যাওয়ার ঘটনায় দশ জন সেনা নিহত এবং সাতজন আহত হয়েছেন। ১৭ জনকে বহনকারী একটি সেনাবাহিনীর গাড়ি একটি উঁচু পোস্টের দিকে যাচ্ছিল, ঠিক তখনই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ভাদেরওয়াহ -চাম্বা সড়কের খান্নি টপে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় ।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা আহত সৈন্যদের হাসপাতালে স্থানান্তরিত করেছেন।
প্রাথমিকভাবে, ঘটনাস্থল থেকে চারজন সৈন্যের মৃতদেহ উদ্ধার করা হয় এবং ১৩ জনকে নিকটবর্তী সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গুরুতর আহত কয়েকজন সৈন্যকে উন্নত চিকিৎসার জন্য বিমানে করে উধমপুর সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আরও সাতজন সৈন্য মারা যায়, যার ফলে মৃতের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনা কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে ছুটে গেছেন এবং পরিস্থিতি মূল্যায়ন করছেন।।

