এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২২ জানুয়ারী : স্বামী ও দুই ছেলের বিরুদ্ধে থানায় শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন আউশগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মহব্বত শেখের স্ত্রী পিয়ারজান বিবি৷ সেই অভিযোগের ভিত্তিতে দুই ছেলে লালচাঁদ শেখ (২৬) ও দুলাল শেখ (২৩)কে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার পুলিশ৷ এদিকে অভিযোগ দায়ের হতেই গাঢাকা দিয়েছেন মূল অভিযুক্ত মহব্বত শেখ । পুলিশ তাকে খুঁজছে ।
প্রসঙ্গত,সম্প্রতি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়। প্রথমে আউশগ্রাম অঞ্চল সভাপতি পদ থেকে ইনদাজুল শেখকে সরিয়ে আবুজার শেখকে দায়িত্ব দেওয়া হলেও, পরে সংশোধিত তালিকায় সেই পদে মহব্বত শেখের নাম ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত ঘিরে দলের অন্দরে তীব্র অসন্তোষ তৈরি হয় । আবুজার শেখ ও তার অনুগামীরা রীতিমতো পথ অবরোধও করেছিলেন। পুলিশ অবরোধ তুলতে গেলে আবুজার শেখরা দাবি করেন যে পিয়ারজান বিবিকে ঘরে আটকে রাখা হয়েছে এবং তাকে তাদের সামনে হাজির করানো হোক । আবুজারদের এই দাবির পর পিয়ারজান বিবিকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদও করে পুলিশ । যদিও আবুজার শেখের দাবি যে নিছক মিথ্যা নয় তা মঙ্গলবার স্বামী ও দুই ছেলের বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রে জানান পিয়ারজান বিবি ।
পিয়ারজান বিবির অভিযোগ, তিন দশক আগে মুসলিম রীতিতে মহব্বত শেখের সঙ্গে তার বিয়ে হয় । কিন্তু বিগত প্রায় ১০ বছর ধরে তার স্বামী কোনো সম্পর্ক রাখে না । ভরণপোষণও তো দেয়ই না উলটে তার স্বামী ও দুই ছেলে মিলে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন ।
মহিলার আরও অভিযোগ যে তার দুই ছেলে লালচাঁদ শেখ ও দুলাল শেখ তাদের বাবার প্ররোচনায় তাকে বাড়িতে আটকে রেখে লাগাতার হুমকি দিচ্ছিল । তিনি যাতে কারোর কাছে সাহায্য চাইতে না পারেন সেজন্য তার মোবাইল ফোনও ছিনিয়ে নিয়েছিল।তারা । পিয়ারজান বিবির আরও দাবি, প্রাক্তন আউশগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি ইনদাজুল শেখের সঙ্গে তাঁর স্বামীর ঘনিষ্ঠতা শুরু হওয়ার পর থেকেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয় ।
যদিও ইনদাজুল শেখ অঅভিযোগ মিথ্যা বলে দাবি করে পিয়ারজান বিবির চরিত্র নিয়েই প্রশ্ন তুলেছেন । তার কথায়,’এলাকার সবাই জানে যে ওই মহিলার স্বভাব কেমন । উনি তার স্বামী ও ছেলেদের নামে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন ।’
জানা গেছে,মঙ্গলবার আউশগ্রাম থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি মহিলা কমিশনের কাছেও বিষয়টি জানান পিয়ারজান বিবি৷ থানায় অভিযোগ দায়েরের একদিন পর আজ বৃহস্পতিবার তার দুই ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ । যদিও তার আগেই মূল অভিযুক্ত মহব্বত শেখ পালিয়ে যান বলে দাবি পুলিশের । পুলিশ জানিয়েছে,অভিযুক্ত মহব্বত শেখের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।।

