এইদিন ওয়েবডেস্ক,মালদা,২২ জানুয়ারী : বুধবার দুপুরে মালদা জেলার গাজোল ব্লক অফিস চত্বরে এসআইআর শুনানি চলাকালীন এক দম্পতির চুড়ান্ত নাটক দেখলেন এলাকাবাসী । তখন বেলা দুটো হবে । প্রচুর মানুষ শুনানির লাইনে এসে দাঁড়িয়েছেন। সেই সময় এক মহিলা ছুটে এসে এক পুরুষের নথিপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করলে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায় । আচমকাই এই ঘটনা ঘটায় লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন কার্যত হতভম্ব হয়ে যান ।
তবে পরে জানা যায় যে ওই মহিলা ও পুরুষ আসলে স্বামী স্ত্রী। মহিলা বেশ কিছুদিন আগে গাজোল থানায় একটি বধূ নির্যাতনের মামলা করেছিলেন । তারপর থেকে চম্পট দিয়েছিলেন তার স্বামী । সম্প্রতি মহিলা খবর পেয়ে যান তার স্বামী গাজোল ব্লক অফিসে চলা এসআইআর শুনানিতে নথিপত্র নিয়ে হাজিরা দিতে আসছেন । তখন থেকেই স্বামীকে ধরতে তক্কেতক্কে ছিলেন স্ত্রী । বুধবার মহিলা খবর পান যে তার স্বামী কাগজপত্র নিয়ে শুনানির লাইনে দাঁড়িয়ে আছেন । একথা কানে যেতেই বাপের বাড়ির লোকজন নিয়ে সটান গাজোল ব্লক অফিসে হাজির হয়ে যান মহিলা । তিনি স্বামীকে লাইনে স্বামীকে দেখতে পেয়ে তাকে জাপটে ধরে ফেলেন । কেড়ে নেন স্বামীর হাতে থাকা কাগজপত্র । এরপর স্বামী তার কাছ থেকে কাগজপত্র নেওয়ার চেষ্টা করেন । কিন্তু ব্যর্থ হয়ে তিনি তার স্ত্রীর হাতে কামড় বসিয়ে দেন এবং নিজেকে স্ত্রীর কবল থেকে মুক্ত করে ছুটে পালানোর চেষ্টা করেন ।
ইতিমধ্যে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ বাহিনী । যদিও পুলিশ মহিলার স্বামীকে ধরে ফেলে । আকস্মিকভাবে ঘটে যাওয়া এই ঘটনায় কার্যত কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন শুনানিতে আসা ভোটাররা ৷ যদিও পুলিশ মহিলার স্বামীকে ধরে থানায় নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় । এই ঘটনাকে ঘিরে তোলপাড় পড়ে যায় গাজোল ব্লক অফিস চত্বরে ।।

