এইদিন ওয়েবডেস্ক, ভাতাড়,০৩ ডিসেম্বর ঃ সজলধারা প্রকল্পের একটি পাম্প থেকে গ্রামের বিভিন্ন পাড়ায় পানীয় জল সরবরাহ হয় । দিনের একটা নির্দিষ্ট সময়ে ওই পাম্পটি চালানো হয় । কিন্তু বুধবার পাম্প চালাতে প্রায় দেড় ঘন্টা দেরি হয়ে গিয়েছিল ৷ তার জেরে এক পাড়ার লোকজন ক্ষিপ্ত হয়ে পাম্প ঘরে তালা ঝুলিয়ে দেয় । এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুই পাড়ার মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ ঘটনাটি ঘটেছে ভাতাড়ের বিঘরা গ্রামে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ । এরপর পুলিশ উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে পাম্প চালু করার ব্যাবস্থা করলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিঘরা গ্রামের মাঝেরপাড়ায় রয়েছে সজল ধারা প্রকল্পের পানীয় জলের পাম্পঘরটি । মাঝের পাড়ার বাসিন্দা বুদ্ধদেব সামন্ত নামে এক ব্যক্তিকে পাম্পটি চালানো দায়িত্ব দেওয়া আছে। রোজ দুপুর ১২ টার সময় তিনি পাম্প চালান । কিন্তু বুধবার তিনি ব্যক্তিগত কাজে বাইরে গিয়েছিলেন । পাম্প চালানোর দায়িত্ব তিনি তাঁর স্ত্রীকে দিয়ে গিয়েছিলেন । কিন্তু বুদ্ধদেববাবুর স্ত্রী ভুল বশত ঘন্টা দেড়েক দেরিতে পাম্পটি চালান বলে জানা গেছে । তা থেকেই ঝামেলার সৃষ্টি ৷
দেখুন ভিডিও :-
স্থানীয় সূত্রে জানা গেছে,পানীয় জলের জন্য অপেক্ষা করতে হওয়ায় দাসপাড়ার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে সজলধারা প্রকল্পের ঘরে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায় । এদিনও তালা ঝোলানো ছিল বলে জানা গেছে । ফলে এদিনও জল সরবরাহ বন্ধ ছিল ।
জানা গেছে, দাসপাড়ায় দুটি সরকারি টিউবওয়েল আছে ৷ এদিন সকালে পাড়ার লোকজন দেখতে পায় টিউবওয়েল দুটির মধ্যে মধ্যে কেউ বা কারা ইঁট ও পাথরের টুকরো ফেলে দিয়ে পালিয়েছে । ফলে টিউবওয়েল দুটি অকেজো হয়ে যায় । একদিকে সজলধারা প্রকল্পের পাম্প বন্ধ তারপর পাড়ার দুটো টিউবওয়েলও অকেজো হয়ে যাওয়ায় জল সংকটের মধ্যে পড়ে দাসপাড়ার বাসিন্দারা । টিউবওয়েল দুটি অকেজো করে দেওয়ার পিছনে মাঝেরপাড়ার হাত আছে বলে দাসপাড়ার লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয় । এই ঘটনাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই দুই পাড়ার মধ্যে ছোটখাটো অশান্তি চলছিল ৷ কিন্তু দুপুর নাগাদ দুই পাড়ার লোকজন মুখোমুখি জড়ো হয়ে গেলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ গিয়ে উভয়পক্ষকে বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এরপর যাতে আর কোনও অশান্তির সৃষ্টি না হয় তার জন্য এলাকায় টহল দিচ্ছে পুলিশ