পারমিতা দত্ত,নদীয়া(পূর্ব বর্ধমান),২১ জানুয়ারী : রাষ্ট্রীয় স্বয়ংসেবক(আর এস এস)-এর শতবর্ষ পূর্তি উপলক্ষে নদীয়া জেলার নবদ্বীপে আয়োজিত হল বিশাল “হিন্দু সম্মেলন” । নবদ্বীপ প্রতাপনগর এলাকার সুদর্শন মন্দির সংলগ্ন পঞ্চবটি মাঠে প্রচুর সাধুসন্তদের উপস্থিতিতে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। সংঘের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন কর্মসূচি ও সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের দু’হাজারেরও বেশি স্থানে একযোগে “হিন্দু সম্মেলন” অনুষ্ঠিত হচ্ছে,তার মধ্যে অন্যতম হল নব্দ্বীপ ।
আজ বুধবার নবদ্বীপের হিন্দু সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু-সন্তরা। হরিদ্বার থেকে আগত নাগা সাধু, দিল্লি থেকে আগত কিন্নর সাধু, পাশাপাশি একাধিক নামি ও গুণী সাধু-মহাত্মা এই মঞ্চে উপস্থিত থেকে তাঁদের বক্তব্যের মাধ্যমে সমাজকে ঐক্য ও চেতনার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আজকের এই সম্মেলন থেকে বিশেষভাবে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু সমাজকে একজোট করার বার্তা দেওয়া হয় । সেই লক্ষ্যকে সামনে নিজের নিজের সম্ভাব্য দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন সাধু-সন্ন্যাসীরা ।
সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের হাতে লিখিত কর্মসূচি । পূর্ব নির্ধারিত সেই কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে আয়োজনের সাংগঠনিক প্রস্তুতি ও শৃঙ্খলার চিত্র ফুটে ওঠে । আয়োজকদের মতে, এই ধরনের সম্মেলনের মাধ্যমে হিন্দু সমাজের মধ্যে পারস্পরিক সংযোগ, সাংস্কৃতিক চেতনা ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় হবে। সব মিলিয়ে, নবদ্বীপ প্রতাপনগরের পঞ্চবটি মাঠে অনুষ্ঠিত এই বিরাট হিন্দু সম্মেলন ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় ।।

