এইদিন স্পোর্টস নিউজ,২১ জানুয়ারী : পাকিস্তানের সাহসে ভারতকে চোখ রাঙাতে গিয়ে মহা ফাঁপড়ে পড়েছে বাংলাদেশ । আগেই বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ বুধবার (২১ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাইই নয়,সভা শেষে এক বিবৃতিতে আইসিসি বাংলাদেশকে সাফ জানিয়ে দিয়েছে যে হয় টি-২০ বিশ্বকাপ ভারতে খেলতে আস,নচেৎ বিশ্বকাপ থেকে বেরিয়ে যাও । এখন সিদ্ধান্ত নেওয়ার জন্য মাত্র ২৪ ঘন্টা সময় হাতে আছে বাংলাদেশের ।
বাংলাদেশে একের পর হিন্দু খুন হওয়ার ঘটনায় ভারতের হিন্দুদের গনরোষ দেখে বাংলাদেশি বোলারকে বের করে দেওয়ার জন্য আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় বিসিসিআই । আর কেকেআর ওই বাংলাদেশি খেলোয়াড়কে বের করে দিতেই নিরাপত্তার অজুহাত দেখিয়ে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানাতে শুরু করে বাংলাদেশ । তারা পাশে পেয়ে যায় পাকিস্তানকে । ভারতের জাতশত্রু পাকিস্তানের ক্রমাগত উসকানিতে ভারতে দল পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিন্তু আইসিসি আজ বিবৃতিতে বলেছে, স্বাধীন সংস্থার প্রতিবেদনসহ সব ধরনের নিরাপত্তা মূল্যায়ন পর্যালোচনা করে দেখা গেছে, ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশের খেলোয়াড়, কর্মকর্তা, সংবাদমাধ্যমকর্মী কিংবা সমর্থকদের জন্য কোনো ধরনের হুমকি নেই।আইসিসি বোর্ড সভা শেষে তাদের দেওয়া বিবৃতিতে আরও জানায়, টুর্নামেন্টের এত কাছে এসে সূচি বা ভেন্যু পরিবর্তন বাস্তবসম্মত নয়। নির্ভরযোগ্য নিরাপত্তা ঝুঁকি না থাকা সত্ত্বেও এমন পরিবর্তন করলে ভবিষ্যতে আইসিসির আসরগুলোর নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং একটি ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হবে।
বিবৃতিতে আইসিসির এক মুখপাত্র বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে আইসিসি বিসিবির সঙ্গে গঠনমূলক ও ধারাবাহিক আলোচনায় যুক্ত ছিল, যার লক্ষ্য ছিল বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা। এই সময়ে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন, ভেন্যুভিত্তিক বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা এবং আয়োজক দেশের আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হয়েছে। সব প্রতিবেদনে একযোগে বলা হয়েছে, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই। ‘তবু বিসিবি তাদের অবস্থানে অনড় থাকে এবং একটি বিচ্ছিন্ন ও টুর্নামেন্টের সঙ্গে সম্পর্কহীন ঘটনার সঙ্গে অংশগ্রহণকে যুক্ত করে। ওই বিষয়টির সঙ্গে বিশ্বকাপের নিরাপত্তা কাঠামোর কোনো সম্পর্ক নেই।’
আইসিসি বলেছে, ভেন্যু ও সূচি নির্ধারণ করা হয় নিরপেক্ষ নিরাপত্তা মূল্যায়ন, আয়োজক দেশের নিশ্চয়তা এবং টুর্নামেন্টের পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী — যা ২০টি অংশগ্রহণকারী দেশের জন্য সমানভাবে প্রযোজ্য। নিরাপত্তা নিয়ে কোনো স্বাধীন সংস্থার নেতিবাচক প্রতিবেদন না থাকায় ম্যাচ সরানোর সুযোগ নেই।আইসিসি আরও জানায়, বাংলাদেশের ম্যাচ সরানোর সিদ্ধান্ত বিশ্বকাপ শুরু হওয়ার এত অল্প সময় আগে নেওয়া হলে, বিশ্বজুড়ে সমর্থকদের জন্য বড় ধরনের লজিস্টিক ও সূচি–সংক্রান্ত জটিলতা তৈরি হবে এবং আইসিসির নিরপেক্ষতা, ন্যায্যতা ও প্রশাসনিক স্বচ্ছতা ক্ষুণ্ন হতে পারে।
আইসিসির বোর্ড সভা শেষে ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ খেলতে রাজি না হলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসির বোর্ড সভায়। এ বিষয়ে আজ আইসিসির বোর্ড সভায় ভোটাভুটি হয়েছে, যেখানে বেশিরভাগ সদস্য বাংলাদেশ দল ভারতে যেতে রাজি না হলে তাদের বাদ দেওয়া এবং বাংলাদেশের বদলে অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন। তবে এমন সিদ্ধান্ত কার্যকরের আগে বিসিবিকে এক দিন সময় দিচ্ছে আইসিসি, সূত্রের বরাত দিয়ে এমন খবরই জানাচ্ছে ক্রিকইনফো। এই একদিনের মধ্যে বিসিবি বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিকে জানাবে।।

