পারমিতা দত্ত,পূর্ব বর্ধমান,২১ জানুয়ারী : বেতনবৃদ্ধি -সহ ৮ দফা দাবিতে আজ বুধবার কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে আশাকর্মী সংগঠন । কিন্তু আশাকর্মী সংগঠনের এই অভিযান আটকাতে কলকাতা পুলিশ রাতভর রাস্তায় বিশাল ব্যারিকেড করে রেখে দিয়েছে বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি আশাকর্মীদের এই আন্দোলনকে সমর্থন করে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন । এদিকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় আশাকর্মীদের আটকে দেওয়ার খবর পাওয়া গেছে ৷ আজ সকালে কলকাতায় আন্দোলনে যোগ দিতে যাওয়ার পথে চুড়ান্ত অমানবিকতার শিকার হতে হয়েছে আশাকর্মীদের ।
জানা গেছে,স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়ার আগেই অম্বিকা-কালনা রেলস্টেশনে বাধার মুখে পড়তে হয়েছে বেশ কয়েকজন আশাকর্মীকে । তারা জানিয়েছেন,পনেরোর বেশি আশা কর্মী টিকিট কেটে যখন ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তখন খাঁকি পোশাকের পুলিশ এসে তাদের টিকিট ছিনিয়ে নিয়ে কাউন্টারে ফেরত দিয়ে দেয় । যেকারনে তারা ট্রেন ধরতে পারেননি । একজন আশাকর্মী বলেন, ‘আমাদের দাবিদাওয়ার কথা শোনার জন্য প্রথমে ৭ জানুয়ারী তারিখ দেওয়া হয়েছিল । কিন্তু পরে সেটা পিছিয়ে ২১ শে জানুয়ারী করে দেওয়া হয় । সেই মত আজ আমরা ভোর বেলায় উঠে রান্নাবান্না সেরে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম । কিন্তু এইভাবে ডেকে নিয়ে এসে প্ল্যাটফর্ম থেকে ফিরিয়ে দেওয়া কি খুব ভালো কাজ হল ? স্বাস্থ্য ভবন কি চাইছে ? আমরা কি দিনের পর দিন হেনস্থার শিকার হয়ে যাব? কোন সরকারি পোস্টে এত ভাবে হেনস্থার শিকার হচ্ছে? তিনি বলেন,’আমরা শুধু চাইছি সরকারি স্বীকৃতি । আমাদের বেতন বৃদ্ধি হোক । ইন্টেন্সিভের টাকা দেওয়াল নির্দিষ্ট কোন নিয়ম নাই । সবথেকে বড় কথা হচ্ছে আমরা মাতৃকালীন ছুটি পাই না । সন্তান প্রসবের ৪৫ দিন পর আমাদের কাজে যোগ দিতে হবে। কিন্তু উপভোক্তা প্রসূতিদের আমরা পরামর্শ দিচ্ছি কি আপনারা ছয় মাস শিশুদের বুকের দুধ খাওয়ান । কিন্তু আমরা সেই সুযোগ পাই না। আমাদের কি স্বাস্থ্য বলে কিছুই নেই ?’
তবে চূড়ান্ত অমানবিকতার শিকার হতে হয়েছে গুস করার কিছু আশা কর্মীদের । জানা গেছে যে আজ খুব ভোরবেলায় একটি বাস ভাড়া করে কলকাতায় স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আবিষ্কার আম এলাকার বেশ কয়েকজন আশা কর্মী । কিন্তু রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নির্দেশে বাসের মালিক ওই সমস্ত আশা কর্মীদের ভাতার থানার শিবদায় এনে নামিয়ে দেয় । ফলে ওই মহিলাদের চূড়ান্ত বিপাকে পড়তে হয়। তারা আশা কর্মী সংগঠনের ব্যানার হাতে নিয়ে গুসকরায় পথ অবরোধ করে তুল বিক্ষোভ দেখান । তৃণমূল কংগ্রেসের এই প্রকার অমানবিক আচরণ মেনে নিতে পারছেন না সাধারণ মানুষও । তারাও নিন্দায় সরব হয়েছেন ।
এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতার রাস্তায় পুলিশের বিশাল ব্যারিকেড করার মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘বেতনবৃদ্ধি-সহ বিভিন্ন দাবিতে স্বাস্থ্যভবন অভিযান আশা কর্মীদের। ভীত সন্ত্রস্ত স্বাস্থ্যমন্ত্রী, তাই ওনাকে উদ্ধার করতে এগিয়ে এসেছেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী !!! লোহার প্রাচীর তৈরি করছে মমতা পুলিশ, আশা দিদি ও বোনদের রুখতে।আমি আশা কর্মীদের এই অরাজনৈতিক ন্যায়-অধিকার আদায়ের কর্মসূচি কে সম্পূর্ণ সমর্থন জানাই। আপনারা আপনাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইতে যত প্রতিকূলতার সম্মুখীন হোন না কেন, দৃঢ়তার সাথে এগিয়ে যাবেন। আপনাদের লড়াইয়ের আঁচ ভালোই টের পেয়েছে নবান্ন, তাই রাতারাতি প্রস্তুতি সারছে…।’।

