প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৮ জানুয়ারী : এসআইআর (SIR)+এর শুনানিতে বার বার ডেকে পাঠানো নিয়ে তপ্ত হয়ে রয়েছে বাংলা। ছড়িয়ে পড়ছে ক্ষোভ বিক্ষোভ। পথে জ্বলছে আগুন । এমন আবহের মধ্যে রবিবার বিজেপিকে “কড়া দাওয়াই”- এর হুঁশিয়ারি দিয়ে রাখলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্য এস.টি সেলের সভাপতি দেবু টুডু। তিনি বলেছেন,’ভোটার তালিকা থেকে যদি একটাও মুসলমান সম্প্রদায় বা মতুয়া,বাগদি, আদিবাসীর নাম বাদ যায় তাহলে আমরা নির্বাচন কমিশনকে বলতে যাব না।আমরা পিটিয়ে বিজেপি নেতাদের ছাল-চামড়া তুলে দেব।’ তৃণমূল নেতা দেবু টুডুর এই মন্তব্য রাজনৈতিক মহলে বেশ শোরগোল ফেলে দিয়েছে।
তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার বর্ধমান-১ ব্লকের ভিটা গ্রামে অনুষ্ঠিত হয় দলের সম্মেলন। সেই সম্মেলনে বক্তব্য রাখতে উঠে দেবু টুডু আরো বলেন,’নির্বাচন কমিশন মানে ভারতীয় জনতা পার্টি। আপনার পাশের বাড়ির যে লোকটা জয় শ্রীরাম বলছে সেই বিজেপির বাচ্চা। পিটিয়ে তার ছাল চামড়া তুলে নিতে হবে। একটা বিজেপি নেতাকেও বাস করতে দেব না। কোনও বাপের ক্ষমতা নেই বিজেপি নেতাদের আটকাতে পারে ।’পাশাপাশি তিনি ইডি ও সিবিআইকে কটাক্ষ করে বলেন,’যেভাবে হনুমান শীতকালে ফসল খেতে আসে,সেভাবে সিবিআই, ইডি এলে বুঝতে পারবেন ভোট এসে গেছে।’
একই দিনে কালনা-২ ব্লকের সিঙ্গারকোনের সভা থেকে একই রকম হুঁশিয়ারি দিয়ে দেবু টুডু বলেন ,বিজেপি ছাড়তে হবে, বিজেপি না ছাড়লে এখানে বাস করতে দেবনা।’ তিনি এও দাবি করেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আসলে একজন বিজেপি নেতা। চক্রান্ত করেই বিজেপি নেতারা আদিবাসী, মুসলমানদের ভোটার লিষ্ট থেকে নাম বাদ দেওয়ার টার্গেট করেছে’।এই কথা বলে কালনার সভা থেকেও দেবু টুডু ‘বিজেপি নেতাদের ছাল-চামড়া’ তুলে দেওয়ার নিদান দেন। পাঁচন দিয়ে বিজেপিকে জবাব দেওয়ার বার্তাও দেন।
তৃণমূল নেতার এই বক্তব্যের তীব্র নিন্দা করে,জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা বলেন,’আসলে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে।তাদের পায়ের তলার মাটি আলগা হয়েছে। তাই এসব ধমকানি চমকানি দিচ্ছে। তবে এতে সাধারণ মানুষ ভয় পাবে না।দেবু টুডু মূলত বিজেপিকে হুমকি দিয়ে তৃণমূল নেত্রীর কাছের নেতা হতে চাইছেন।’।
