এইদিন ওয়েবডেস্ক,ছত্তিশগড়,১৮ জানুয়ারী : ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নকশাল বিরোধী অভিযানের দ্বিতীয় দিনে আজ রবিবার নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে দুই নকশাল নিহত হয়েছে, যার ফলে গত দুই দিনে অভিযানে নিহত নকশালের সংখ্যা ছয় জনে দাঁড়িয়েছে । বিষয়টি পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদবের মতে, আজ রবিবার সকালে জেলার উত্তর-পশ্চিমাঞ্চলের জঙ্গল এবং পাহাড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল নকশাল বিরোধী অভিযান পরিচালনা করছে। সংঘর্ষের সময় দুই মাওবাদী কর্মী নিহত হন। নিহত দুই নকশালের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি।
এর আগে শনিবারের অভিযানে চার নকশাল নিহত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিভাগীয় কমিটির সদস্য দিলীপ ভেদজা, এরিয়া কমিটির সদস্য মাদভি কোসা এবং লাকি মাদকাম এবং দলের সদস্য রাধা মেট্ট। পুলিশের মতে, তারা সকলেই মাওবাদী জাতীয় উদ্যান এলাকা কমিটির সাথে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন।।

