এইদিন স্পোর্টস নিউজ,১৮ জানুয়ারী : শ্রীলঙ্কায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত তাদের টানা দ্বিতীয় জয় অর্জন করেছে শনিবার বাংলাদেশকে ১৮ রানের রোমাঞ্চকর জয় দিয়ে, গ্রুপ বি-তে শীর্ষস্থান নিশ্চিত করেছে।টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯ দল খারাপ শুরু করে। ওপেনার আয়ুশ পাল্লু (৬), বেদান্ত ত্রিবেদী (০) এবং বিহান মালহোত্রা (৭) বাংলাদেশের বোলারদের কৌশলের সাথে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হন । বৈভব সূর্যবংশীর ৭২ রানের ভারতকে বিশাল রানের সংগ্রহ এনে দেয় । ভারত ৪৮.৪ ওভারে ভারতকে ২৩৮ রান করে । বাংলাদেশের হয়ে আল ফাহাদ ৫ উইকেট নেন।
বৃষ্টির কারণে ২৯ ওভারে ১৬৫ রানের সংশোধিত লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ২৮.৩ ওভারে ১৪৫ রানে অলআউট হয়ে যায়। ম্যাচ সেরার পুরস্কারপ্রাপ্ত বিহান মালহোত্রা চার ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে দুর্দান্ত পারফর্ম করেন।।

