এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৭ জানুয়ারী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্কেত পেতেই ছুটল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন ৷ আজ শনিবার মালদা টাউন স্টেশনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সবুজ পতাকা দেখিয়ে হাওড়া-গুয়াহাটি (ভায়া মালদা) বন্দে ভারত স্লিপার ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী । এই সেমি-হাইস্পিড স্লিপার ট্রেনটির যাত্রার সাথে সাথেই উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থার এক নতুন যুগের সূচনা হল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
বন্দে ভারতের স্লিপার ট্রেনটি মূলত দুরপাল্লার যাত্রীদের কথায় মাথায় রেখে এনেছে কেন্দ্রীয় রেল মন্ত্রক । যাত্রীদের সমস্ত সুবিধার কথা মাথায় রেখে ট্রেনটি উন্নতমানের বার্থ, বায়ো-টয়লেট, সেন্সর যুক্ত ইন্টার-ডোর এবং অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা যুক্ত করে তোলা হয়েছে । হাওড়া থেকে ছেড়ে মালদা হয়ে গুয়াহাটি পর্যন্ত যাত্রার সময় অনেকটাই কম হবে । বিশেষ করে উত্তরবঙ্গ ও মালদা-মুর্শিদাবাদের রেলযাত্রীরা প্রভূত উপকৃত হবে ।
আজ দু’দিনের রাজ্য সফরে মালদায় এসে প্রথমে মালদা টাউন স্টেশনের আধুনিকীকরণের কাজের খতিয়ান দেখেন প্রধানমন্ত্রী । তারপর বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন । এরপর প্রধানমন্ত্রী মালদার মোরগ্রাম মাঠে দলের পরিবর্তন সংকল্প সভা উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দিচ্ছেন । তার আগে সেখানে ৩,২৫০ কোটি টাকার ভিত্তিপ্রস্তর স্থাপন ও গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করছেন । রবিবার দুপুরে হুগলির সিঙ্গুরে জনসভা করবেন নরেন্দ্র মোদী । তার আগে ৮৩০ কোটি টাকার প্রকল্পের সূচনা করবেন ।।

