এইদিন ওয়েবডেস্ক,সিলেট,১৬ জানুয়ারী : বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর সংখ্যাগুরু মুসলিমদের হামলা অব্যাহত আছে । এবারে বাংলাদেশি জিহাদিদের রোষানলে পুড়ে ভস্মীভূত হয়ে গেল সিলেটের এক হিন্দু স্কুলশিক্ষকের বাড়ি । বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বিকেল প্রায় ৩:৫০ নাগাদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭ নম্বর নন্দিরগাঁও ইউনিয়নের বহর গ্রামের বাসিন্দা বিকাশ রঞ্জন দেব নামে ওই স্কুল শিক্ষকের সাজানো গোছানো বাড়িতে আগুন ধরিয়ে দেয় জিহাদিরা । আগুন এতটায় ভয়াবহ আকার ধারন করেছিল যে নিমেষের মধ্যে বাড়ির টাকাপয়সা, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ যাবতীয় সামগ্রী ভস্মীভূত হয়ে যায় । বিকাশ রঞ্জন দেব গোয়াইনঘাট হাই স্কুলে শিক্ষকতা করেন ।
জানা গেছে,বিকাশবাবুর বাড়ির একটা শোবার ঘরের পিছন দিক থেকে আগুন ধরানো হয় । মুহূর্তের মধ্যেই আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আগুন এতটাই ভয়াবহ আকার ধারন করে যে পরিবারের লোকজনদের দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না । স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যার্থ হয় । পরে দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নেভায় । তবে তার আগেই যাবতীয় মালপত্র সহ ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি ।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ বিষয়টি বৈদ্যুতিক শর্ট সার্কিট বলে চালানোর চেষ্টা চালাচ্ছে৷ যদিও বাংলাদেশের ইংরেজি সাপ্তাহিক ব্লিটজ পত্রিকার সাংবাদিক সালহা উদ্দিন শোয়েব চৌধুরী এই ঘটনাকে ইসলামপন্থীদের নাশকতা হিসাবে দাবি করেছেন । তিনি আগুনের লেলিহান শিখা গ্রাস করা বাড়ির ভিডিও এক্স-এ পোস্ট করে লিখেছেন,’আবারও হিন্দু বাড়িতে হামলা!বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের বাহোর গ্রামে বীরেন্দ্র কুমার দে ওরফে “ঝুনু স্যার” (পেশায় শিক্ষক) এর বাড়িতে আবারও আগুন দিয়েছে ইসলামপন্থীরা।’
এদিকে জানা গেছে, বিকাশ রঞ্জন দেব পুলিশকে জানিয়েছেন, তার কোনো ব্যক্তিগত শত্রু নেই । তিনি এটাও জানান যে এলাকায় হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে এবং এটি নিছক একটি দুর্ঘটনা । তবে স্থানীয় হিন্দুদের মধ্যে কানাঘুষো হচ্ছে যে নিজের ও পরিবারের প্রাণ বাঁচাতে “ঝুনু স্যার” পুলিশের কাছে এই বয়ান দিতে বাধ্য হয়েছেন ৷।

